অরিজিতের পথে হাঁটলেন শ্রেয়া ঘোষাল, নিলেন বড় সিদ্ধান্ত

পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিঁদুর’ ঘিরে দুই দেশের চলমান উত্তেজনার প্রভাব পড়ছে বিনোদন জগতেও। এই পরিস্থিতিতে নিজেদের সাংগীতিক অনুষ্ঠান বাতিল করে দিচ্ছেন একের পর এক শিল্পী।

গত ৯ মে আবুধাবিতে অরিজিৎ সিংয়ের কনসার্ট হওয়ার কথা থাকলেও ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েনের কারণে সেই আয়োজন বাতিল করেন তিনি ও তার দল। এবার একই সিদ্ধান্ত জানালেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।

শনিবার (১০ মে) মুম্বাইয়ে শ্রোতাদের সামনে গাওয়ার কথা ছিল শ্রেয়ার। কিন্তু শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে তিনি লেখেন, “এখন গান গাওয়ার মতো পরিস্থিতি নেই। আমার কাছে দেশ আগে, তারপর গান। তাই মঞ্চ থেকে দূরে থাকছি।”

অনুষ্ঠান বাতিল করায় কষ্ট পেয়েছেন বলেও জানান শ্রেয়া। তিনি লিখেছেন, “নিজের শহরের অনুষ্ঠান বাতিল করা সহজ নয়। কিন্তু দেশ যখন অশান্ত, তখন জলসার সময় নয়। দুই দেশের মধ্যে শান্তি ফিরুক, তারপর গান গাইব।”

এর আগে একই সুরে কথা বলেছিলেন অরিজিৎ সিং। একটি বিবৃতিতে তিনি বলেন, “পরিস্থিতি শান্ত হোক, তারপর আমরা আবার গান শোনাতে আসব।” পাশাপাশি তাদের কনসার্টের টিকিট কেনা শ্রোতাদের টাকা ফেরত দেওয়ার কথাও নিশ্চিত করেছেন শিল্পীরা।

এই ঘটনাগুলো প্রমাণ করে, শুধু রাজনীতি নয়, সীমান্ত উত্তেজনার ছায়া পড়ছে সাংস্কৃতিক অঙ্গনেও। শান্তি কামনায় এখন শিল্পীরাও সুরের বদলে মৌনতা বেছে নিচ্ছেন।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ