বগি লাইনচ্যুত, রাজবাড়ী থেকে ঢাকাগামী ট্রেন চলছে বিলম্বে

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে রাজবাড়ী থেকে ঢাকাগামী সব ট্রেন বিলম্বে চলছে।

শনিবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান।

তিনি বলেন, ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় রাজবাড়ী থেকে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় রাজবাড়ী থেকে ঢাকাগামী সব ট্রেন বিলম্বে চলছে। খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস রাজবাড়ী থেকে রাত ২টা ৪০-এ ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা আজ ভোর ৫টা ৫ মিনিটে ছেড়ে গেছে। সুন্দরবন এক্সপ্রেস ফরিদপুর রেলস্টেশনে দাঁড়িয়ে আছে।

এ ছাড়া খুলনা থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন রাজবাড়ীতে ভোর সাড়ে ৫টায় আসার কথা থাকলেও তা বিলম্বে আসে। ট্রেনটি রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে ভোর ৫টা ৪০-এ ছেড়ে যায়। কিন্তু ভাঙ্গায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় কমিউটার ট্রেনটি রাজবাড়ী স্টেশনে বসিয়ে রাখা হয়। সকাল সোয়া ৮টায় রাজবাড়ী স্টেশন থেকে ছেড়ে গেলেও পাচুরিয়া স্টেশনে বসিয়ে রাখা হবে। অপরদিকে ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন যমুনা সেতু হয়ে বেনাপোল গেছে।

তবে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী লোকাল সাটল ট্রেন ও রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাটগামী লোকাল সাটল ট্রেন নির্ধারিত সময়ে রাজবাড়ী স্টেশন থেকে ছেড়ে গেছে।

রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (লোকো ইনচার্জ) মো. হুমায়ুন কবীর বলেন, জাহানাদ এক্সপ্রেসের ইঞ্জিন ও লাগেজ ভ্যাম লাইনচ্যুত হয়। আমরা লাইনচ্যুত বগি উদ্ধার করেছি। বর্তমানে লাইন ক্লিয়ার রয়েছে।

এর আগে শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়।

এসএন 

Share this news on: