তারেক রহমানকে কটাক্ষের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সাতক্ষীরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাংবাদিক সাইদুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অপপ্রচার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে শহরের মোজাহার পাম্প থেকে শুরু হয়ে নিউ মার্কেট ও পাকাপোল ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে এ বিক্ষোভ মিছিল শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ’, ‘সাইদুর ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘রোমেলের বহিষ্কার চাই’—ইত্যাদি স্লোগান দেন। পরে পোস্ট অফিস মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন কালীগঞ্জের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন মাহাসিন আলম, রাসেউল করিম রোমান, শেখ মনিরুজ্জামান প্রিন্স, মাসুম রানা সবুজ, আবু জাহিদ সোহাগ, মোস্তাফিজুর রহমান মোস্তাক, খোরশেদ আলম, হাসান মাহমুদ, শামিম হোসেন রাজা, শেখ ফারহান মাসুক, আসিফ মাহমুদ রিপন ও রেজাউল ইসলাম রেজা।

সমাবেশ সঞ্চালনা করেন ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পী। বক্তারা অভিযোগ করেন, সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ভাগ্নে খালিদ মঞ্জুর রোমেল সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমান ও সাইদুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। বিশেষ করে “তারেকরা লন্ডনে থাকলে বাংলাদেশ ভালো থাকবে” এমন মন্তব্য নেতার ভাবমূর্তিতে আঘাত করেছে বলে অভিযোগ করেন তারা।

তারা আরও দাবি করেন, সাইদুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল, যার নেতৃত্বে রয়েছেন রোমেল। এই অপপ্রচারের নেপথ্যে রয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র।

সমাবেশ থেকে বক্তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, রোমেলকে অবিলম্বে সাতক্ষীরার জাতীয়তাবাদী পরিবারের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।


এসএস/এসএন

Share this news on: