শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মোদি

ভারতের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১০ মে) তিনি এ বৈঠক করেন বলে সরকারি একটি সূত্র নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ওই প্রতিবেদনে বলা হয়, ভারত-পাকিস্তান চলমান সংঘাতের প্রেক্ষাপটে ভারতের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর দফতর বৈঠকটির বিস্তারিত জানায়নি। তবে ভারতে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানোর পরই এই বৈঠক অনুষ্ঠিত হওয়ায় ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সংঘাত সম্পর্কিত বিষয়েই ওই বৈঠকে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের উত্তেজনা নতুন করে শুরু হয়। ভারত এই হামলার নেপথ্যে পাকিস্তানকে দায়ী করে।

এর পর থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে টানা প্রায় ১২ রাত ধরে গোলাগুলি হয়। এই গোলাগুলির জন্য উভয় দেশই একে অপরকে দোষারোপ করে। তবে গত মঙ্গলবার ভারত পাকিস্তানের অন্তত নয়টি জায়গায় হামলা চালায়। তারা এই অভিযানের নাম দেয় ‘অপারেশন সিঁদুর’।

ভারতের এই ‌‘অপারেশন সিঁদুর’-এর প্রতিশোধ হিসেবে শুক্রবার রাত থেকে অপারেশন ‘বুনইয়ানুম মারসুস’ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছে। পাশাপাশি দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ভারতের বিরুদ্ধে একটি সাইবার হামলা চালিয়ে শাসক দল বিজেপিসহ শীর্ষস্থানীয় কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে। তবে এসব দাবি এখনও যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
যেই শাহবাগে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল, সেখানেই পতন হলো : ড. শফিকুল ইসলাম মাসুদ May 11, 2025
img
আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করার বিষয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ May 11, 2025
img
যুদ্ধবিরতির পরও পাক হামলা, কড়া বার্তা দিল ভারত May 11, 2025
img
চট্টগ্রামে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী গ্রেফতার May 11, 2025
img
পলাশবাড়ীতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ May 11, 2025
img
সকল বিপ্লবী বীরকে অভিনন্দন : জামায়াত আমির May 11, 2025
img
আপনারা কেউ রাজপথ ছাড়বেন না: হাসনাত আবদুল্লাহ May 11, 2025
img
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস May 11, 2025
img
ভারতকে শান্তি বজায় রাখার বার্তা চীনের May 11, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় উত্তরায় ছাত্র-জনতার আনন্দ মিছিল May 11, 2025