পাকিস্তানের হামলায় প্রাণ গেল বিএসএফ কর্মকর্তার

পাকিস্তানের গোলার আঘাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য নিহত ও সাতজন আহত হয়েছেন। শনিবার (১০ মে) জম্মু-কাশ্মিরের জম্মুতে আন্তঃদেশীয় সীমান্তের কাছে আর এস পুরা সেক্টরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিএসএফের এক কর্মকর্তা।

তিনি বলেছেন, মোহাম্মদ ইমতিয়াজ নামের এ সাব-ইন্সপেক্টর সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় মৃত্যুবরণ করেন। এ কর্মকর্তা জানিয়েছেন, ইমতিয়াজসহ আরও সাতজন পাকিস্তানের হামলায় আহত হয়েছিলেন। যারমধ্যে ইমতিয়াজের মৃত্যু হয়। আহত বাকি সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিক মোহাম্মদ ইমতিয়াজ যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার আগে নাকি পরে মারা গেছেন সেটি স্পষ্ট করে জানায়নি বিএসএফ।

এদিকে টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর আজ শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।

যুদ্ধবিরতিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন “পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে। তবে এক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে কখনো আপস করিনি।”

অপরদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ দুপুরে পাকিস্তানের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালক ভারতীয় মিলিটারি অপারেশন্সের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাদের মধ্যে একটি চুক্তি হয়।

তিনি বলেন, “তারা সম্মত হন যে দুই পক্ষ লড়াই এবং স্থল, আকাশ ও সমুদ্রে সামরিক কার্যক্রম বন্ধ করবে। যা ভারতীয় সময় বিকাল ৫টা থেকে কার্যকর হবে। এ চুক্তিটি কার্যকরে দুই পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুই দেশের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালকরা আগামী ১২ মে ফের কথা বলবেন।”

তবে যুদ্ধবিরতির পরও ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক্সে এক পোস্টে জানান, রাজধানী শ্রীনগরে বিস্ফোরণ শুনতে পেয়েছেন তারা। তার মতো একই কথা জানিয়েছেন সেখানকার অন্যান্য বাসিন্দারাও।

আরআর 

Share this news on:

সর্বশেষ

img
'শাহরুখ একজন নারীবাদী', জানালেন ‘জওয়ান’-এর গায়িকা রাজা কুমারী May 11, 2025
img
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে : উপদেষ্টা মাহফুজ May 11, 2025
img
কৃষি জমি সুরক্ষায় আইন প্রণয়ন করা হচ্ছে : গণপূর্ত উপদেষ্টা May 11, 2025
img
এল ক্লাসিকোতে নির্ধারণ হবে রিয়ালের ভাগ্য May 11, 2025
img
পিরোজপুরে মাদক কারবারিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম May 11, 2025
img
এবার ভারতীয় সংবাদমাধ্যমকে একহাত দেখে নিলেন অভিনেতা ঋত্বিক May 11, 2025
img
জিয়া খানের ঘটনা নিয়ে মুখ খুললেন সুরজ পাঞ্চোলি May 11, 2025
img
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে আগ্রহী ভারত May 11, 2025
img
লীগ ধর, জেলে ভর : হাসনাত May 11, 2025
img
সকালেই ঢাকায় তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, গরমে হাঁসফাঁস জনজীবন May 11, 2025