শঙ্কা কাটেনি এখনো, অমৃতসরে রাত হলে সাইরেন সতর্কতা

ভারতের পাঞ্জাবের অমৃতসরে গতকাল শনিবার (১০ মে) দিবাগত রাতে জোরে সাইরেনের শব্দ শোনা গেছে। এরপরেই আজ রোববার ( ১১ মে ) ভোরে (১১ মে) জেলা প্রশাসক সাক্ষী সাহনী একটি সতর্কতা জারি করেন।

ব্রিটিশ মিডিয়া বিবিসির প্রতিবেদনে বলা হয়, অমৃতসরে আপাতত বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে। তবে ওই জেলা এখনো রেড অ্যালার্টের আওতায় রয়েছে।

সাধারণ মানুষকে বাড়ি-ঘর থেকে বের না হতে, নিজেদের বাড়ির ভেতরে থাকা এবং জানালা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছেন জেলা প্রশাসক।

পরিস্থিতি যখন সম্পূর্ণ নিরাপদ হবে, প্রশাসন গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেবে তখন স্বাভাবিক ভাবে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক এক বিবৃতিতে বলেন, দয়া করে আতঙ্কিত হবেন না, শান্তি বজায় রাখুন এবং প্রশাসনের সব নির্দেশাবলী অনুসরণ করুন।

গত শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। বেশ কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে সংঘর্ষের পর অবশেষে স্বস্তি ফিরে এসেছে।

যদিও যুদ্ধবিরতির মধ্যেও একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। যুদ্ধবিরতির কথা প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটের দিকে তিনি প্রথম এই ঘোষণা দেন। এর আধঘণ্টা পর ভারত এই যুদ্ধবিরতির কথা নিশ্চিত করে।

কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার ঘণ্টা দুয়েকের মধ্যেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নানা জায়গা থেকে এবং ভারতের পশ্চিম সীমান্ত বরাবর বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ভারতনিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, যুদ্ধবিরতি তো নেই মনে হচ্ছে!

এরপর দিল্লিতে রাত ১১টার দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে। এটি ছিল শনিবার ভারতের তৃতীয় সংবাদ সম্মেলন।

তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার ভারতের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে না এবং তারা তা করার কথা ভাবেওনি।

উল্লেখ্য, রাতের আঁধারে বিকট শব্দে সাইরেন বাজার ভিডিও দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।

আরএম/এসএন 


Share this news on:

সর্বশেষ

img
পার্টির পর বিগড়ে গেল সালমানের অতিথিদের অবস্থা May 15, 2025
img
২৮০টি অবৈধ ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো ভারতে May 15, 2025
img
সুনামগঞ্জে মাদকবিরোধী পোস্ট করায় কলেজছাত্রীর বাড়িতে আগুন, গ্রেফতার ১ May 15, 2025
img
ত্রিপোলিতে বাংলাদেশিদের উদ্দেশে দূতাবাসের জরুরি বার্তা May 15, 2025
img
মেক্সিকোতে হাইওয়েতে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল ২১ জনের May 15, 2025
img
বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া শিথিল করেছে কুয়েত সরকার May 15, 2025
খাগড়াছড়িতে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পেল ৯ কনস্টেবল May 15, 2025
img
পাক-ভারত আকাশসীমা স্বাভাবিক, বিমানের ৩ ফ্লাইটের সময়সূচি র্নির্ধারণ May 15, 2025
img
নির্দিষ্ট একজন ব্যক্তির প্রতি যে হিংসা ৮ মাস ধরে রয়েছে, তারা এটা করেছেন : মাহফুজ আলম May 15, 2025
img
পাকিস্তান পেল আইএমএফের ১০০ কোটি ডলারের ঋণ May 15, 2025