‘ক্যারিয়ারের চিন্তায় মা হতে পারিনি’

ওপার বাংলার নন্দিত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। ছোট-বড় দুই পর্দাতেই যার উজ্জ্বল উপস্থিতি। বলা বাহুল্য, টালিগঞ্জের অন্যতম সফল অভিনেত্রী তিনি। তবে তার জীবনে রয়েছে এক বড় আফসোস। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন সে কথাই।

অভিনেত্রী ইন্দ্রাণী হালদার জানান, ক্যারিয়ারের চিন্তায় মা হতে পারেননি তিনি। স্বামীকেও দিতে পারেনি একজন বাবা হওয়ার অভিজ্ঞতা। শুধু তাই নয়, সেই সাক্ষাৎকারে একজন স্ত্রী হিসেবে নিজেকে তুচ্ছ কিংবা ব্যর্থ হিসেবে তুলে ধরেন অভিনেত্রী।

ইন্দ্রাণীর কথায়, ‘স্ত্রী হিসেবে নিজেকে শূন্য মার্ক দিতে চাই। আমি বাজে বউ একদম। বরকে রান্না করে ভাত বেড়ে দেই না। বর কলকাতার বাইরে থাকে, এখানে এলে আমি বলতে থাকি, এই আমি ভাত রেখে গেলাম, খেয়ে নিও। আমার দেরি হচ্ছে, আমি গেলাম গেলাম… আসলে আমি যৌথ পরিবারের মেয়ে, ওই ইচ্ছেটা তো আছে। কিন্তু শ্যুটিংয়ের চাপে করে উঠতে পারি না।’


এরপর ইন্দ্রাণী মনে জমে থাকা কষ্ট তুলে ধরেন। বলেন, ‘আরেকটা জিনিস যেটা আমি করতে পারিনি। যেটা বলতে আমার কোনো আপত্তি নেই। এখনও ভাবলে আফসোস হয়। ক্যারিয়ার, কাজ, দায়িত্ব পালন করতে গিয়ে সন্তানের জন্ম দেওয়া হয়নি আমার। সেটা আমাদের দুজনের মধ্যেই (অভিনেত্রীর স্বামী) একটা আফসোস।’

অভিনেত্রী আরও বলেন, ‘ভাস্কর (ইন্দ্রাণীর স্বামী) মাঝেমাঝেই বলে, শুধু সংসারের জন্য দায়িত্বই পালন করে গেলে… একটা সময় আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু হলো না। তারপর আমরা হাল ছেড়ে দিলাম। তোমারও ৪০-এর বেশি বয়স, আমারও। আর দরকার নেই থাক। আমি একটা দত্তক নিতে চেয়েছিলাম, ভাস্কর রাজি হয়নি। আমার মনে হয়, স্ত্রী হিসেবে আমি ভাস্করকে বাবা হওয়ার সুখটা দিতে পারতাম, কিন্তু সেই ব্যাপার আমি অক্ষম।’

যদিও অভিনেত্রী স্পষ্ট করেছিলেন যে, সন্তান না থাকলেও তার ও তার স্বামী ভাস্কর রায়ের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ময়ূর পেখম মেলতেই নাচ শুরু করলেন কঙ্গনা May 12, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন বিলম্বিত, সারজিসের সতর্কবার্তা May 12, 2025
img
‘মেয়েকে নিয়ে ব্যবসা করাতে যাও?’, বাবার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শাইনির May 12, 2025
img
ড. ইউনূসের প্রশংসায় ট্রাম্পের বক্তব্যটি ভুয়া- ফ্যাক্টওয়াচ May 12, 2025
img
অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি May 12, 2025
img
বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ কর্মী নিতে আগ্রহী নর্থ মেসিডোনিয়া May 12, 2025
img
পিলখানা বিদ্রোহ: ৪০ বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর May 12, 2025
img
প্রিন্স মামুনের সাথে সেদিন কী ঘটেছিল, খুলে বললেন লায়লা May 12, 2025
img
বিরাট কোহলির অবসরে সুযোগ পেতে পারেন আরেক ভারতীয় তারকা May 12, 2025
img
যানজট এড়াতে সড়ক অবরোধ না করার অনুরোধ ডিএমপির May 12, 2025