সিন্ধু পানিচুক্তিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাইলেন পাকিস্তানি বিশেষজ্ঞরা

ভারতের একতরফা সিদ্ধান্তে সিন্ধু পানি চুক্তি স্থগিতের বিষয়টি যুক্তরাষ্ট্রের সামনে তুলতে পাকিস্তান সরকারকে আহ্বান জানিয়েছেন দেশটির পানিসম্পদ বিশেষজ্ঞরা। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, শনিবার (১০ মে) যুদ্ধবিরতির পর পরিস্থিতির উন্নয়নে এবার পানি ইস্যুতেও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

পাকিস্তানের পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের (WAPDA) সাবেক সদস্য জাওয়েদ লতিফ বলেন, “পাকিস্তান সরকারের উচিত দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা যাতে ২৪ এপ্রিল ভারতের নেওয়া একতরফা এবং অবৈধ সিদ্ধান্ত প্রত্যাহার নিশ্চিত করা যায়।”

১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তির আওতায় ভারতের জন্য বরাদ্দ থাকে রাভি, বেয়াস ও শতদু নদী, আর পাকিস্তানের জন্য নির্ধারিত থাকে সিন্ধু, ঝেলাম ও চেনাব নদী। তবে সম্প্রতি ভারত চুক্তি স্থগিতের ঘোষণা দিলে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

সাবেক সিন্ধু পানি কমিশনার সৈয়দ জামাত আলী শাহ বলেন, “যুদ্ধবিরতি কেবল প্রথম ধাপ। এখন পাকিস্তানের উচিত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারতের সঙ্গে আলোচনায় বসে এই বিষয়টিও আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা।”

তিনি আরও বলেন, “পাক-ভারত দ্বন্দ্বের কেন্দ্রে থাকা কাশ্মীরসহ অন্যান্য ইস্যুর পাশাপাশি পানিবণ্টন সম্পর্কেও যুক্তরাষ্ট্রকে গ্যারান্টি দিতে বলা উচিত, যেন ভবিষ্যতে ভারত এমন লঙ্ঘন না করে।”

এদিকে রয়টার্স ভারত সরকারের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুদ্ধবিরতির চুক্তি সত্ত্বেও পানিবণ্টন চুক্তি এখনও স্থগিত রয়েছে। যদিও পাঞ্জাব সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সব নদী এখন স্বাভাবিকভাবেই প্রবাহিত হচ্ছে এবং পানিপ্রবাহে আপাতত কোনো বাধা নেই।

চেনাব নদী প্রসঙ্গে তিনি বলেন, ৫ মে ভারত তার বাঁধগুলো পূর্ণ করতে গিয়ে পানির প্রবাহ কমিয়ে আনলেও পরদিন তা ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বর্ষা কিংবা বন্যার মতো অস্বাভাবিক পরিস্থিতি ছাড়া ভারত সাধারণত পানি সংক্রান্ত তথ্য ভাগ করে না, এবং এখনো সে ধরনের তথ্য পাকিস্তানকে দেওয়া হয়নি।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানের আকাশসীমা উন্মুক্ত তবুও দেশজুড়ে ফ্লাইট বিপর্যয় May 12, 2025
img
আজ আলোচনায় বসছে ভারত-পাকিস্তান May 12, 2025
img
নেতাকর্মীদের জন্য জামায়াত আমিরের জরুরি বার্তা May 12, 2025
img
সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে আহ্বান: আলী রীয়াজ May 12, 2025
img
ময়ূর পেখম মেলতেই নাচ শুরু করলেন কঙ্গনা May 12, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন বিলম্বিত, সারজিসের সতর্কবার্তা May 12, 2025
img
‘মেয়েকে নিয়ে ব্যবসা করাতে যাও?’, বাবার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শাইনির May 12, 2025
img
ড. ইউনূসের প্রশংসায় ট্রাম্পের বক্তব্যটি ভুয়া- ফ্যাক্টওয়াচ May 12, 2025
img
অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি May 12, 2025
img
বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ কর্মী নিতে আগ্রহী নর্থ মেসিডোনিয়া May 12, 2025