ময়মনসিংহে ঝড়ে গাছ পড়ে দুজন নিহত হয়েছেন। রবিবার (১১ মে) সন্ধ্যার দিকে সদর উপজেলার ঘাঘড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা বেলা এলাকার ওপর দিয়ে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি হয়। এ সময় বাইরে থাকা সজীব (১৬) ও সুরুজ মিয়া (৬০) নামে দুজন গাছ চাপায় নিহত হয়েছেন।
তারা দুজনই পেশায় দিনমজুর বলে জানা গেছে। দুজনের বাড়ি ঘাঘড়া এলাকায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের দিকে পুলিশ রওনা দিয়েছে।
টিকে/টিএ