সরকারের সদ্য নেওয়া সিদ্ধান্তকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে তিনি মনে করেন, সিদ্ধান্তটি আগেই এলে অনেক সমস্যারই উদ্ভব হতো না।
রবিবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় তিনি বলেন, “আমরা খুশি, বিলম্ব হলেও সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তবে আগেই ঘোষণা দিলে এত সংকট সৃষ্টি হতো না।”
তিনি অভিযোগ করেন, ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে বিএনপি লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছিল ফ্যাসিবাদী অপরাধের বিচারের জন্য। কিন্তু সাড়া না দিয়ে সরকার শেষ মুহূর্তে যে সিদ্ধান্ত নিল, তা তাদের জন্য সম্মানজনক অবস্থান ছিল না।
নজরুল ইসলাম বলেন, “বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখন ফ্যাসিবাদীদের হাত থেকেও মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “জনগণের এক দফার আন্দোলন ছিল শুধু ফ্যাসিবাদের পতনের জন্য নয়, বরং একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। এর জন্য এখন রাজনৈতিক সংস্কার প্রয়োজন।”
স্মরণসভায় বক্তৃতাকালে নজরুল ইসলাম খান প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এসএস/টিএ