পাক-ভারত উত্তেজনা, ওয়ামিকার স্বপ্নভঙ্গ

ওয়ামিকা গাব্বির ক্যারিয়ারে নতুন মোড় এনে দেয় ‘জুবিলি’ ওয়েব সিরিজ। সেখানে এক ভিন্নধর্মী অভিনেত্রী হিসেবে নিজেকে মেলে ধরেন তিনি এবং সবার দৃষ্টি কাড়েন। এরই ধারাবাহিকতায় তিনি অভিনয় করেছেন ‘ভুল চুক মাফ’ ছবিতে। রোমান্টিক কমেডি ঘরানার এই ছবিতে ওয়ামিকার বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। ছবিটি ৯ মে মুক্তির কথা থাকলেও ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ায় শেষ মুহূর্তে থিয়েটার রিলিজ বাতিল করে ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ১৬ মে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ‘ভুল চুক মাফ’। ছবির প্রযোজক দীনেশ ভিজান ৮ মে এক বিবৃতিতে জানান, ‘জাতীয় নিরাপত্তা ও জনগণের আবেগকে সম্মান জানিয়ে আমরা থিয়েটার মুক্তি থেকে সরে এসেছি।

আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হলো—ছবিটি নিরাপদে ও সর্বোচ্চসংখ্যক দর্শকের কাছে পৌঁছাক।’

সিনেমা হলে মুক্তি না পাওয়ায় স্বাভাবিকভাবেই ওয়ামিকার আশাভঙ্গ। এ বিষয়ে ওয়ামিকা বলেন, ‘দেশের পরিস্থিতির কথা মাথায় রেখেই নির্মাতারা এ সিদ্ধান্ত নিয়েছেন, যা আমি সম্পূর্ণ সমর্থন করি। অবশ্যই থিয়েটারে মুক্তি পাওয়া একটা বড় উপলক্ষ হতো, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দর্শকের কাছে পৌঁছানো।

আমি বিশ্বাস করি, ওটিটির মাধ্যমে এই ছবি আরো অনেকের কাছে পৌঁছবে।’

জাব উই মেট (২০০৭)-এ একটি ছোট ভূমিকায় অভিনয়ের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক করেন। তবে তিনি সফলতা অর্জন করেন ইয়ো ইয়ো হানি সিং এবং অমরিন্দর গিলের সঙ্গে তু মেরা ২২ ম্যায় তেরা ২২ (২০১৩)-এ অভিনয় করেন। যার জন্য তিনি পিটিসি পাঞ্জাবি ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট সাপোর্টিং একট্রিস বিভাগে মনোনীত হন। এরপর তিনি ইশক ব্র্যান্ডি (২০১৪), নিক্কা জেইলদার ২ (২০১৭), পারহুনা (২০১৮), দিল দিয়া গাল্লা (২০১৯) এবং নিক্কা জেইলদার ৩ (২০১৯)-এর মতো অনেক পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

ভ্রমণে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা বাড়ছে May 12, 2025
img
সামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করবে উদ্যম বাংলাদেশ ও ডিএনসিসি May 12, 2025
img
ঈদুল আজহা : ৩০ মে শুরু ফিরতি ট্রেনের টিকিট বিক্রি May 12, 2025
img
দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে বাংলাদেশ বিরোধী লোকের কবিতা আবৃত্তি করে কীসের চেতনা? May 12, 2025
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাশেষে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা May 12, 2025
img
গ্রেফতার এড়াতে সাংবাদিক পরিচয় দিতেন ছাত্রলীগ সভাপতি May 12, 2025
আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে মিষ্টি বিতরণ এনসিপির! May 12, 2025
প্রধান উপদেষ্টার নিজস্ব কোনো সম্পত্তি নেই! May 12, 2025
img
মাতৃত্বকালীন ছুটি শেষে শুটিংয়ে ফিরছেন অনিন্দিতা! May 12, 2025
img
দেশের বাজারে আরো কমল স্বর্ণের দাম May 12, 2025