আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

তিন দিনের ব্যবধানে ফের কেঁপে উঠল পাকিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সাইসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (১২ মে) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, ভূমিকম্পটি ছিল মাঝারি মাত্রার। এর আগে গত শনিবার দেশটিতে ৪ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হয়েছিল।

তবে এদিনের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।


এসএস/টিএ

Share this news on: