সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও মহানগর শাখার সাবেক সহসভাপতি আলী হোসেন আলমকে গণপিটুনির পর স্থানীয়রা পুলিশের হাতে তুলে দিয়েছে।

গতকাল রবিবার (১১ মে) সন্ধ্যায় নগরের বন কলাপাড়া এলাকায় সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতিকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেয় ছাত্র-জনতা।

জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে নগরের সুবিদবাজার এলাকার বনকলাপাড়ার একটি বাসা থেকে স্থানীয় ছাত্র জনতা আলী হোসেনকে পাকড়াও করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘তাকে আটক করে জনতা পুলিশের হাতে দিয়েছে। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার প্রমাণ মিলেছে।’

আরএ/টিএ

Share this news on: