আবারও সেরা একাদশে সামিত সোম

সময়টা বেশ ভালোই যাচ্ছে সামিত সোমের। গেল এক মাসের মধ্যেই প্রথমবার নিজ ক্লাব ক্যাভালরির হয়ে অধিনায়কত্ব করেছিলেন। এরপর থেকেই আছেন দারুণ ছন্দে। কানাডার লিগে মৌসুমের শুরুটা মনমতো না হলেও যত দিন গড়াচ্ছে, সামিত আর তার দল ক্যাভালরি যেন দিনে দিনে ফিরে পাচ্ছে নিজেদের ছন্দ।

সবশেষ দুই ম্যাচডেতেই জয় পেয়েছে ক্যাভালরি। শেষ ম্যাচটা জিতেছে লিগের দ্বিতীয় স্থানে থাকা হ্যালিফিক্স ওয়ান্ডারার্সের বিপক্ষে। ৩-০ গোলের সেই জয়টা এই মৌসুমে ক্যাভালরির দ্বিতীয় জয়। যেদিন দলকে জেতানোর পথে বড় ভূমিকাই রেখেছিলে বাংলাদেশের সামিত সোম। পেয়েছিলেন এক অ্যাসিস্ট। চলতি মৌসুমে এটি ছিল তার প্রথম অ্যাসিস্ট।

দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে সামিত জায়গা করে নিয়েছেন কানাডা সকার লিগ (সিপিএল) এর সপ্তাহের সেরা একাদশে। টানা দ্বিতীয় সপ্তাহ লিগের সেরা একাদশে জায়গা করে নিলেন সামিত। স্কোয়াডে সামিতের আরও তিন সতীর্থ জায়গা করে নিয়েছেন। আলি মুসি, টোবিয়াস ওয়ারচেস্কি এবং লেভি লিয়াংয়ের জায়গা হয়েছে সামিতের সঙ্গে।

হ্যালিফিক্সের বিপক্ষে ম্যাচে ৯০ মিনিট খেলে ৮৯% পাস অ্যাকুরেসি ছিল তার। একটি অ্যাসিস্টের পাশাপাশি ম্যাচে দিয়েছেন ২টি বড় সুযোগ তৈরি করেছিলেন। ডিফেন্সিভ পজেশনে ডাবল পিভট রোলে থেকেও ৫ বার বল পাঠিয়েছেন প্রতিপক্ষের ফাইনাল থার্ডে। তাছাড়া ক্রসিংয়েও সফল ছিলেন শতভাগ।

তবে সামিতের রক্ষণ সক্ষমতাও ছিল চোখে পড়ার মতোই। ৫টি গ্রাউন্ড ডুয়েল জেতা, ৪টি ট্যাকল, ১টি ইন্টারসেপশন এবং একটি এরিয়াল ডুয়েল দিয়ে দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা। গেল সপ্তাহের পর আরও একটাবার মাঝমাঠে নিজের নিয়ন্ত্রণটা পুরোপুরি বুঝিয়ে দিয়েছেন ২৭ বছর বয়েসী এই বাংলাদেশি মিডফিল্ডার।

সপ্তাহের সেরা একাদশে সামিতকে রাখা হয়েছে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। সঙ্গে আছেন অ্যাটলেটিক ওটোয়ার ডেভিড রদ্রিগেজ এবং পাসিফিক এফসি'র মার্কো বাসটোস।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আশিক চৌধুরীর ব্যাক্তিগত তথ্য প্রকাশে, বিডার দুঃখ প্রকাশ May 13, 2025
img
জনপ্রিয় কৌতুক অভিনেতা রাকেশের মৃত্যু May 13, 2025
img
চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য সাবেকদের দায়ী করলেন উপদেষ্টা ফাওজুল কবির May 13, 2025
img
নাটোরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার May 13, 2025
img
লজ্জায় মুখ লুকাতে হয়েছে আমাদের মতো শিল্পীদের: ওমর সানী May 13, 2025
img
ট্রাম্প পরিবারের বিটকয়েন ব্যবসা তালিকাভুক্ত হচ্ছে শেয়ারবাজারে May 13, 2025
img
নাইজেরিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, প্রাণ গেল একাধিক সেনার May 13, 2025
img
সিঙ্গাপুর থেকে ৫৮৪ কোটি টাকায় আনা হবে এক কার্গো এলএনজি May 13, 2025
img
প্রথম সিনেমার অভিনয়ে খুশি নন সাইফ পুত্র May 13, 2025
img
চাঁপাইনবাবগঞ্জে ৬ আ. লীগ নেতাকর্মী গ্রেফতার May 13, 2025