সরকার বড় কাজে হাত দিলে নির্বাচন সংকটে পড়তে পারে- রুহিন হোসেন প্রিন্স

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, অন্তর্বর্তী সরকার রুটিন কাজের বাইরে বড় কাজে হাত দিলে ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য’ নির্বাচন সংকটে পড়তে পারে। ভালো নির্বাচনের জন্য যা সংস্কার করা দরকার সেটা করেই নির্বাচনী পথ রেখাটা আগেই করা দরকার।

মঙ্গলবার (১৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দলটির সংলাপে তিনি এসব কথা বলেন। সিপিবির ১১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, অধ্যাপিকা এ এন রাশেদা, কাজী সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কাজী রুহুল আমিন, রাগিব আহসান মুন্না, সাজেদুল হক রুবেল, আবিদ হোসেন ও অধ্যাপক ফজলুর রহমান ছিলেন প্রতিনিধি দলে। অন্যদিকে, ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, বিশেষ সহকারী মনির হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা বরাবরই বলে এসেছি, অন্তর্বর্তী সরকারের কিছু অন্তর্বর্তীকালীন কাজ আছে। সরকার রুটিন কাজের বাইরে, যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয়, তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে। এই কঠিন কাজ করতে গিয়ে অনেক সময় এমন কতগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে অন্যতম কাজ, একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেটাও কিন্তু সংকটে পড়তে পারে। আপনাদের মাধ্যমেও এ কথা আমরা মনে করিয়ে দিচ্ছি। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে দুই দফা সাক্ষাতে দলের অবস্থান তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, আমরা সরকারকেও বলেছি যে, আপনাদের যে প্রধান কাজ, ওইটার বাইরে গেলে পারা যাবে না। বরং সংকটে পড়তে পারেন। কারণ আমরা জানি এটা রেগুলার গভর্নমেন্ট না, ইউনিফাইড গভর্নমেন্টও না। এর মধ্যে নানা পথের মানুষ রয়েছে। সুতরাং গুরুত্ব দেওয়া দরকার, ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, যা যা প্রয়োজন সেটা করেই নির্বাচনী পথ রেখাটা আগেই করা দরকার। ওই সময় আমরা যতকুটু পারি সংস্কারের কাজকে আমরা এগিয়ে নেব। আমি প্রত্যাশা করব, আপনাদের মাধ্যমে সরকার এ কাজটিকে (নির্বাচন) প্রধান কাজ হিসেবে নেবেন।

সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ঐকমত্য আমরা করতে চাই, কিন্তু এবারের আন্দোলনের মধ্যে দিয়ে এমন কতগুলো অনৈক্যের ধারা সৃষ্টি হয়েছে, তাতে যদি আপনি পুরো ঐক্যমত্য তৈরি করতে চান তাহলে হয়ত এটা কঠিন হয়ে যাবে। সুতরাং যতটুকু ঐকমত্য করা সম্ভব সেটার মধ্যে দিয়েই আগান। প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে আমরা যদি নির্বাচনও করতে পারি, আমি প্রয়োজনীয় সংস্কার মানে বলছি, সুষ্ঠু নির্বাচনে যা যা সংস্কার সেটাকে। তাহলে একধাপ অগ্রগতি হবে।

তিনি আরও বলেন, আমরা দেখলাম, সরকারের শুরুতে আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে কাউন্টার চুজ করে এমন কতগুলো কথা তৈরি করা হলো, যেন তাকে রিপ্লেস করে ৪৭ এর ধারাবাহিকতায় ২৪। এ ধরনের কতগুলো ঘটনা কিন্তু শুরুতে বিতর্ক তৈরি করেছে। আমরা আশা করব, এ বিতর্কগুলো বন্ধ করতে হবে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শ্রমবাজার নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ায় আসিফ নজরুল May 13, 2025
img
‘পূর্ণশক্তিতে’ সামরিক অভিযান শুরুর ঘোষণা নেতানিয়াহুর May 13, 2025
তারকাদের মেলা কখনো দেখিনি আগে May 13, 2025
img
সিরাজগঞ্জের সেই ‘মিনি আয়নাঘর’ এর মালিকের স্বীকারোক্তি May 13, 2025
img
চামড়ার ন্যায্যমূল্য-কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনায় ১৭ সদস্যের কমিটি পুনর্গঠন May 13, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির ৬০০ বিলিয়ন ডলারের চুক্তি সই May 13, 2025
সবার মুখে মমতাজ, ইলিয়াসের মুখে ঈদ মোবারক! May 13, 2025
img
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা May 13, 2025
বাংলাদেশি হামজা চৌধুরী এখন ইংলিশ প্রিমিয়ার লিগের দরজায়! May 13, 2025
img
স্বামীর সাথে থাকা মিমের প্রতিটি মুহূর্ত জাদুর May 13, 2025