বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষকের পদত্যাগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ থেকে চারজন শিক্ষক পদত্যাগ করেছেন। উপাচার্যবিরোধী চলমান ছাত্র-শিক্ষক আন্দোলনের মধ্যেই মঙ্গলবার তারা এই অতিরিক্ত দায়িত্বগুলো থেকে সরে দাঁড়ান। পদত্যাগপত্রে প্রত্যেকে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। এসব পদত্যাগপত্র কালের কণ্ঠের কাছে সংরক্ষিত রয়েছে।

এর আগে আরও সাতজন শিক্ষক অতিরিক্ত দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন।

নতুন করে পদত্যাগকারী শিক্ষকরা হলেন— সহকারী প্রক্টরের দায়িত্বে থাকা আইন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, গেস্ট হাউসের পরিচালক ও শেরেবাংলা হলের আবাসিক শিক্ষক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর মোল্লা, শেরেবাংলা হলের আবাসিক শিক্ষক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রহমান এবং আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্বে থাকা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সোহেল চৌধুরী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, "বিশ্ববিদ্যালয় বর্তমানে একটি ক্লান্তিকাল পার করছে। এ সময়ে শিক্ষকরা নিজেদের নিরাপদ রাখতে চাচ্ছেন, তাই ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ছেন। তবে এটি দায়িত্বশীল আচরণ নয়। কারণ, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও দায়িত্ব পালন করা একজন শিক্ষকের নৈতিক কর্তব্য।"


এসএস/টিএ

Share this news on: