রিয়ালের সঙ্গে আমার কখনোই ঝামেলা ছিল না : আনচেলত্তি

রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। অবশেষে রিয়াল ছেড়ে যাওয়ার বিষয়ে মুখ খুলেছেন তিনি। রিয়ালের সঙ্গে তার কখনোই ঝামেলা ছিল না বলে জানিয়েছেন এই ইতালিয়ান কোচ।

সোমবার আনচেলত্তিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। যদিও রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

২০২৪-২৫ মৌসুমের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হওয়ার পরের দিন, অর্থাৎ ২৬ মে থেকে ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন তিনি।আনচেলত্তি জানান, ক্লাবের সঙ্গে তার কখনোই কোনো সমস্যা ছিল না। এমনকি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার বিষয়টিকে তিনি বড় করে দেখতে চান না।

সোমবারের ঘোষণা নিয়ে আনচেলত্তি বলেন, আজ যদি আমার প্রেস কনফারেন্স না থাকত, তবে দারুণ হত। এমন কিছু বিষয় আছে যা আমি এই মুহূর্তে ব্যাখ্যা করতে পারছি না কারণ আমি মাদ্রিদে আছি এবং আমি এই জার্সিকে সম্মান জানাতে চাই।

তিনি আরও বলেন, ২৬ মে থেকে আমি ব্রাজিলের কোচ হব। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, তবে আমি এখানকার এই অসাধারণ অ্যাডভেঞ্চারের শেষটা ভালোভাবে শেষ করতে চাই। রিয়ালের সঙ্গে আমার কখনোই কোনো সমস্যা ছিল না এবং কখনোই হবে না। এটি এমন একটি ক্লাব যা আমার হৃদয়ে গভীরভাবে বাস করে, তবে জীবনের সবকিছুেরই শেষ হওয়ার একটি তারিখ থাকে।

রিয়ালের দীর্ঘ সময়ের কোচিংয়ের প্রসঙ্গে আনচেলত্তি বলেন, আমি সারা জীবন মাদ্রিদের কোচ থাকতে পারতাম না। অনেক কারণে এর শেষ আসে। ক্লাবের হয়তো নতুন উদ্যমের প্রয়োজন। আমি এটিকে বড় করে দেখছি না। এই ক্লাবকে অসংখ্য ধন্যবাদ। আমরা এগিয়ে যাব। আমি সবসময় মাদ্রিদের ভক্ত থাকব। এটি একটি যুগের শেষ। অসাধারণ। আমি কখনো ভাবিনি যে আমি ছয় বছর মাদ্রিদের কোচিং করাব, এবং এখন সেটাই ঘটেছে।

আনচেলত্তির এই মন্তব্য রিয়াল মাদ্রিদ এবং তার দীর্ঘ ও সফল অধ্যায়ের একটি শান্ত অথচ গুরুত্বপূর্ণ সমাপ্তির ইঙ্গিত দেয়। একইসঙ্গে, জাবি আলোনসোর সম্ভাব্য আগমন রিয়াল মাদ্রিদের জন্য একটি নতুন এবং সম্ভাবনাময় দিগন্ত উন্মোচন করতে পারে।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বহিরাগতরা কেন মারল, সাম্যের শোকার্ত বাবার প্রশ্ন May 14, 2025
img
কুষ্টিয়া স্ত্রী ও দুই সন্তানকে হত্যাচেষ্টার পর যুবকের আত্মহত্যার চেষ্টা May 14, 2025
img
ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী হত্যার ঘটনায় ২ জন আটক May 14, 2025
img
আম পাড়তে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ May 14, 2025
img
বাড়িতে মাদকের কারবার : মালিকসহ ৩ জনকে কারাগারে পাঠাল ইউএনও May 14, 2025
img
ঢাবি ভিসির পদত্যাগ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ May 14, 2025
img
নরসিংদীতে সাবেক সেনা কর্মকর্তার উপর হামলা, ৩ ছাত্রদল নেতা গ্রেফতার May 14, 2025
img
টাকা-পয়সা থাকলে শাকিব খানকে টার্গেট করতাম : লায়লা May 14, 2025
img
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ, যুবক গ্রেফতার May 14, 2025
img
শাশুড়ির ‘চিয়ারলিডার’ হয়ে উচ্ছ্বসিত বউমা কারিনা May 14, 2025