পুরো কাশ্মিরকে নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত

কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তান সেখানে অবৈধভাবে দখল করা অঞ্চল ছেড়ে দিক—এটাই ভারতের স্থায়ী ও সুস্পষ্ট অবস্থান। মঙ্গলবার (১৩ মে) দিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাশ্মির ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব প্রসঙ্গে প্রশ্ন করা হলে জসওয়াল বলেন, “কাশ্মির সমস্যা ভারত ও পাকিস্তানের মধ্যকার বিষয়। এ বিষয়ে বাইরের কোনো দেশের মধ্যস্থতা নয়াদিল্লি মেনে নেয় না। আমাদের দীর্ঘদিনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।”

তিনি আরও বলেন, “মূল বিষয় হলো—পাকিস্তান যেন ভারতের জমি, যেটি তারা অবৈধভাবে দখল করে রেখেছে, তা ছেড়ে দেয়।”

উল্লেখ্য, কাশ্মির অঞ্চল তিনটি ভাগে বিভক্ত—একটি ভারতের নিয়ন্ত্রণে, একটি পাকিস্তানের এবং অপরটি চীনের। পাকিস্তানের অংশকে বলা হয় আজাদ কাশ্মির, ভারতের অংশ জম্মু-কাশ্মির এবং চীনের অংশ আকসাই চীন।

ভারত বরাবরই দাবি করে, পুরো কাশ্মির অঞ্চল তাদের এবং পাকিস্তান অবৈধভাবে একটি অংশ দখল করে রেখেছে। অন্যদিকে পাকিস্তানও পুরো কাশ্মিরকে তাদের দাবি করে। তবে ভারতের নিয়ন্ত্রিত অংশে বেশ কিছু মানুষ স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে একত্রীকরণের পক্ষে বলে মনে করা হয়।

সম্প্রতি সীমান্তে টানা চারদিনের সংঘর্ষের পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ সফলতায় নিজের ভূমিকার কথা উল্লেখ করে কাশ্মির সংকট সমাধানে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেন। তবে ভারত আবারও স্পষ্ট করে জানিয়ে দেয়, তারা কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না।


এসএস/টিএ

Share this news on: