ফের ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরছেন মার্তা

প্যারিস অলিম্পিকসে নারী ফুটবলের ফাইনালে হৃদয় ভাঙা হার দিয়ে থমকে গিয়েছিল যে অধ্যায়, সেটিই আবার গতি পাচ্ছে নতুন স্বপ্নের ছোঁয়ায়। ব্রাজিলের জার্সিতে আবার দেখা যাবে মার্তাকে। দুই মাস পরের কোপা আমেরিকায় চোখ রেখে ৩৯ বছর বয়সী কিংবদন্তি ফুটবলারকে ফেরানো হয়েছে দলে।

জাপানের বিপক্ষে সামনের দুঈটি প্রীতি ম্যাচের ব্রাজিল দলে রাখা হয়েছে মার্তাকে। প্যারিস অলিম্পিকস দিয়ে গত অগাস্টে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন নারী ফুটবলের সর্বকালের সেরাদের একজন বলে বিবেচিত এই ফরোয়ার্ড।

অলিম্পিকসের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল। সোনার পদকের স্বপ্ন হারিয়ে তৃতীয়বার রূপার স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় মার্তাকে। অলিম্পিকসের পর আর দেশের হয়ে দেখাও যায়নি তাকে। কিন্তু ফিরছেন তিনি নতুন উদ্যমে।

কিছুটা ইঙ্গিত অবশ্য আগেই মিলেছিল। এই বছরের জানুয়ারিতে ক্লাব ফুটবলে অরল্যান্ডো প্রাইডের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেন তিনি। যুক্তরাষ্ট্রের দলটির হয়ে ২০১৭ সাল থেকে খেলছেন তিনি, বরাবরের মতো ভালো ফর্মে আছেন চলতি মৌসুমেই।

২০২৭ বিশ্বকাপকে ভাবনায় রেখে বেশ কজন তরুণ ফুটবলারকেও দলে ডেকেছেন কোচ আর্তুর ইলিয়েস। তাদের জন্য ও দলের জন্য মার্তাকে এখনও জরুরি মনে করেন কোচ। তিনি জানান, “মার্তার সঙ্গে সম্প্রতি দেখা হয়েছে আমার এবং তার সঙ্গে কথা বলেছি। এখনও যেমন সর্বোচ্চ পর্যায়ে খেলছে, এটা চালিয়ে যাওয়ার সময় সে জাতীয় দলকেও সহায়তা করতে প্রস্তুত।”

তিনি আরও বোলেণ, “এই মৌসুমেও দারুণ ফর্মে আছে মার্তা এবং ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যে ক্লাব যুক্তরাষ্ট্রের লিগ চ্যাম্পিয়ন। দলে ডাত পাওয়া তরুণদের জন্যও তার মতো একজনের উপস্থিতি বেশ গুরুত্বপূর্ণ।”

জাপানের সঙ্গে দেশের মাঠে ম্যাচ দুটি খেলবে ব্রাজিল আগামী ৩০ মে ও ২ জুন। পরে ২৭ জুন ফ্রান্সের সঙ্গেও খেলবে তারা। সেটির আগেই অবশ্য কোপা আমেরিকার দল ঘোষণা করতে হবে।

নারী কোপা আমেরিকার দশম আসর একুয়েডরে হবে আগামী ১২ জুলাই থেকে ২ অগাস্ট। আগের ৯ বারের মধ্যে ৮ বারই শিরোপা জিতেছে ব্রাজিল। শুধু ২০০৬ আসরে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখালেন ড. ইউনূস May 14, 2025
img
অভিযানে ভেঙে ফেলা রিকশার চালকরা পেলেন নগদ টাকা-চাকরির আশ্বাস May 14, 2025
img
'জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠারও আগে' May 14, 2025
img
নার্সিং শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, শাহবাগে যান চলাচল শুরু May 14, 2025
img
হাসপাতাল থেকে পালালো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা May 14, 2025
img
শেরপুরে প্রক্সি দিতে এসে ৩ ভুয়া পরীক্ষার্থী আটক May 14, 2025
img
এনবিআর বিলুপ্তি একটি কসমেটিক সংস্কারমাত্র: মঈন খান May 14, 2025
img
মৌলভীবাজার সীমান্তে ৪৪ জনকে পুশ-ইন বিএসএফের May 14, 2025
img
টঙ্গী ফ্লাইওভারে চাপাতি হাতে দিনদুপুরে ছিনতাই May 14, 2025
img
ইমরান থেকে শোয়েব: ভারতীয় তারকাদের প্রেমে পড়া পাকিস্তানি ক্রিকেটাররা May 14, 2025