তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে আমিরের নতুন সিনেমা ‘বয়কটের’ ডাক

প্রতীক্ষা ছিল সিনেমাটি ঘিরে। ফিরছেন আমির খান। সেটিও তার আইকনিক সিনেমা ‘তারে জামিন পার’-এর সিক্যুয়াল নিয়ে! এ ডেন সোনায় সোহাগা আমির ভক্তদের জন্য। দীর্ঘদিন ধরেই সিনেমাটি ঘিরে উন্মাদনা দর্শকদের মাঝে।

এবার সেই উন্মাদনা বহুগুনে বাড়িয়ে দিল এর ট্রেলার।

১৩ মে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি ‘সিতারে জামিন পার’-এর ট্রেলার। ট্রেলার মুক্তি পেতেই দুর্দান্ত সাড়ো ফেলেছে। প্রশংসায় ভাসাচ্ছেন আমির ভক্তরা।

তবে প্রশংসার পাশাপাশি নেটিজেনদের একাংশের পক্ষ থেকে এসেছে বয়কটের হুমকিও। মাত্র কয়েক ঘণ্টা হয়েছে ‘সিতারে জামিন পার’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার অনলাইনে প্রকাশিত হয়েছে, আর এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ আমির খানের এই নতুন সিনেমাকে বয়কট করার ডাক শুরু হয়ে গেছে। আর সেটিও রাজনীতিকে কেন্দ্র করে!

নেটিজেনদের একাংশের দাবি, ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে পাকিস্তানের পক্ষ নিয়েছে তুরস্ক। আর এই তুরস্ক সফরে গিয়েই সেদেশের রাষ্ট্রপতি রেজেপ তাইপ এরদোগানের সঙ্গে হাত মিলিয়েছিলেন আমির।

এরদোগানের স্ত্রী ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের সঙ্গে হাত মেলানো আমিরের সেই ছবি এক্স-এ পোস্ট করে নেটিজেনদের একাংশ দাবি করছেন, ভারত বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন আমির। তাই তার আগামী সিনেমা বয়কট করা উচিত। এছাড়া ভারত-পাকিস্তান ইস্যুতেও আমির ছিলেন নীরব, এমনটাই দাবি নেটিজেনদের।

সম্প্রতি সামাজিক মাধ্যম তুরস্ককে বয়কটের স্লোগান তুলছেন ভারতীয়রা। যুদ্ধে পাকিস্তানের পক্ষ নেওয়ায় দেশটিকে বয়কটের আহ্বান জানানো হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে।

এরইমধ্যে পড়ল আমির খানের সিনেমার ট্রেলারও। তবে এসব দাবির বিরুদ্ধে আওয়াজ তুলছেন আমির ভক্তরা। তাদের পাল্টা দাবি, অভিনেতা তুরস্কে গিয়েছিলেন বেশ কয়েক বছর আগে। তখন ভারতের সঙ্গে তুরস্কের কোনও বিরোধ ছিল না। কাজেই তার জন্য এখন তাকে দোষারোপ করার কোনও যুক্তি নেই। এক্সে চলছে এ নিয়ে তর্ক বিতর্ক।

১৩ মে মুক্তি পেয়েছে আমির খানের বহুল প্রতীক্ষিত ‘সিতারে জামিন পার’-এর ট্রেলার। ট্রেলারটি মুক্তি পেতেই দুর্দান্ত সাড়া ফেলেছে। ৩ মিনিটের ট্রেলারে দেখা যাচ্ছে যে, আমির একজন বিখ্যাত বাস্কেটবল কোচ, যিনি নিজের সম্মান হারিয়েছেন এক ঘটনায়। পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার পরে আদালত তাকে শাস্তিস্বরুপ জরিমানা করে যে তাকে মেন্টালি চ্যালেঞ্জ লোকেদের প্রশিক্ষণ দিতে হবে। সেখান থেকেই গল্পের শুরু। ট্রেলারটি পোস্ট করে আমির খানের প্রোডাকশন হাউজ সিনেমার লিখেছে, ‘১ টিংগু বাস্কেটবল কোচ, ১০ তুফানি সিতারে এবং ওদের জার্নি।’

আর এস প্রসন্ন পরিচালিত সিতারে জমিন পার হল ২০০৭ সালের হিট সিনেমা ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল। আমির খান প্রোডাকশন প্রযোজিত সিনেমাটিতে ১০জন নতুন অভিনয়শিল্পী অভিনয় করেছেন, যারা হলেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর। জেনেলিয়া ডি সুজা আমির খানের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। এর চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা। আগামী ২০ জুন মুক্তি পাবে সিনেমাটি।

আরএম/টিএ 


Share this news on:

সর্বশেষ

img
হতাশাজনক মৌসুম, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করল ম্যানইউ May 14, 2025
img
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে চালকের আসনে বাংলাদেশ May 14, 2025
img
বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে সবশেষ যা জানা গেল May 14, 2025
img
আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ May 14, 2025
img
ভারতে চীনা ও তুর্কি গণমাধ্যমের এক্স অ্যাকাউন্ট ব্লক May 14, 2025
img
ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান জানাল সরকার May 14, 2025
img
স্ক্যাবিস থেকে বাঁচার উপায়, সতর্ক হন এখনই! May 14, 2025
img
মধ্যরাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে May 14, 2025
img
আ. লীগকে স্বাভাবিক ভাবে মরতে দিলে মানুষ ফিরেও তাকাতো না: রুমিন ফারহানা May 14, 2025
img
বাসে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু ১৬ মে May 14, 2025