জাতিসংঘের পুলিশ ইউনিটে ১৫ শতাংশ নারী পাঠাবে বাংলাদেশ
মোজো ডেস্ক 02:58AM, May 15, 2025
বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরও কার্যকর অবদান রাখার লক্ষ্যে নতুন কিছু বিশেষায়িত সামরিক ও পুলিশ ইউনিট মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে।
বুধবার (১৪ মে) বার্লিনে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের শেষ দিনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশের পক্ষ থেকে এসব নতুন প্রতিশ্রুতি ঘোষণা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন প্রতিশ্রুতির মধ্যে রয়েছে পুলিশ ইউনিটে নারী শান্তিরক্ষীর অংশগ্রহণ ১৫ শতাংশে উন্নীত করা, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-সমৃদ্ধ ক্যাম্প নজরদারি ও সাড়া দেওয়ার ব্যবস্থা (AI-integrated Camp Surveillance and Response System) বাস্তবায়ন এবং বিদ্যমান শান্তিরক্ষা মিশনে ১.৮ মেগাওয়াট ক্ষমতার সৌর প্যানেল স্থাপন।
বাংলাদেশ প্রতিনিধিদলের উপ-নেতা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ সম্মেলনের এক অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নেন। তিনি সেখানে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং শান্তিরক্ষীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাঠামোগত প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে শান্তিরক্ষা কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন লাইবেরিয়া, পানামা, এসওয়াতিনি, গিনি, চেক প্রজাতন্ত্র এবং কঙ্গোর মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন।