গাভাস্কারের অনুরোধে আইপিএলের বাকি অংশে থাকছে না চিয়ার লিডার!

কাশ্মীরের পহেলগামের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, ভারতজুড়ে চলছে শোকের আবহ। এমন সময় ফের শুরু হচ্ছে আইপিএল। এই সংবেদনশীল পরিস্থিতিতে অতিরিক্ত বিনোদন বাদ দিয়ে শুধু খেলার ওপরই গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

গাভাস্কারের অনুরোধকে সম্মান জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিদ্ধান্ত নিয়েছে, চলতি আইপিএলের বাকি ম্যাচগুলোতে হয়তো থাকছে না চিয়ার লিডার ও ডিজে পারফরম্যান্স।

‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া বোর্ডের এক সূত্র জানিয়েছে, লিগ ও প্লে-অফ মিলিয়ে বাকি ১৭টি ম্যাচে চিয়ার লিডার ও ডিজে বাদ দেওয়া হতে পারে। তবে ফাইনালে বিনোদনের কিছু উপাদান থাকতে পারে। আপাতত, শান্তিপূর্ণভাবে টুর্নামেন্ট শেষ করাই বোর্ডের মূল লক্ষ্য।

এর আগে গাভাস্কার বলেন, 'অনেক পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। এমন সময়ে মাঠে শুধু খেলা হোক। মাঝখানে ডিজে বা চিয়ার লিডার প্রয়োজন নেই। এটি তাঁদের প্রতি সম্মান জানানো হবে যারা জীবন দিয়েছেন।'

বোর্ড এখনও আনুষ্ঠানিক ঘোষণা না করলেও, পরিস্থিতি বিবেচনায় গাওস্করের আবেগঘন আহ্বান মেনে আইপিএল থেকে বাদ পড়তে চলেছে অতিরিক্ত বিনোদনের আয়োজন।

আরএম/টিএ

Share this news on: