সম্প্রতি আহমেদাবাদের কাছে এক গাড়ি দুর্ঘটনার শিকার হন ‘ইন্ডিয়ান আইডল’-জয়ী গায়ক পবনদীপ রাজন। সোমবার (৫ মে) ভোর ৩টা ৪০ মিনিট নাগাদ গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। গাড়ি দুর্ঘটনার জেরে হাসপাতালে ভর্তি হন রাজন। বর্তমানে বিপদ অনেকটাই কেটে গেছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই গায়ক। তবে এবার স্বস্তি ফিরল অনুরাগীদের মনে, কারণ হাসপাতালের বিছানা থেকেই গলা ছেড়ে গান ধরলেন তিনি।
সে ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পবনদীপ হাসপাতালের পোশাকে বেডে বসে রয়েছেন, তার সঙ্গে একজন নার্স রয়েছেন। পবনদীপের হাতে মুভমেন্ট মেশিন লাগানো আর গায়ে ছিল চাদর।
পবনদীপ লতা মঙ্গেশকরের গান ‘মেয়া সায়া সাথ হোগা’ গানটি গেয়ে ওঠেন। গানের মিউজিক চলছিল কারাওকে-তে। হাসপাতাল থেকে পবনদীপের দ্বিতীয় গানটিও সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে। এই ভিডিও পোস্ট হতেই তার ভক্তরা গায়কের দ্রুত সুস্থ হওয়ার জন্য শুভকামনা জানান।
প্রসঙ্গত, ‘ইন্ডিয়ান আইডল ১২’ এর মাধ্যমে লাইমলাইটে আসেন পবনদীপ রাজন। ওই সিজনে বিজয়ী হয়েছিলেন তিনি। এরপর একের পর এক শো, রেকর্ডিং করে ভক্তদের মনে জায়গা করে নেন উত্তরাখণ্ডের এই ছেলে। তবে কাজের জন্য যেমন খবরে থেকেছেন, তেমনই চর্চায় পবনদীপের ব্যক্তিগত জীবন। বিশেষ করে অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে সম্পর্ক।
আরআর/এসএন