বিপুল পরিমাণ জালনোটসহ গ্রেফতার ৬

রাজধানীর বনানী ধানার মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জালনোট ও নোট তৈরির বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
 
গ্রেফতাররা হলেন- মো. সাইফুল ইসলাম (২৮), মো. রেজাউল করিম ওরফে রেজা (৪৩), মো. সোহেল (৪০), মো. সাইদুর রহমান (২৮), সোহেল মাহমুদ (২৪) ও মো. শাহা আলম।

এ সময় তাদের হেফাজত থেকে ৮২ হাজার ৩০০ টাকা মূল্যমানের জালনোট, জালনোট বিক্রয়ের নগদ দুই লাখ ১৪ হাজার টাকা ও জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
 
ডিবির-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বনানী থানার মহাখালী পুলিশ বক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিনজন ব্যক্তি জালনোট ক্রয়-বিক্রয়ের জন্য জাল নোটসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল সকালে সেখানে অভিযান চালায় ডিবির দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টাকালে ডিবির দল মো. সাইফুল ইসলাম ও রেজাউল করিম ওরফে রেজাকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে চার হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে পঞ্চগড় সদর থানার ব্যারিস্টার বাজার এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে মো. সাইদুর রহমান ওরফে সবুজ, মো. সোহেল মাহামুদ, মো. সোহেল ও মো. শাহ আলমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সবুজ ও সোহেল মাহামুদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বাড়িতে তল্লাশি করে ৭৮ হাজার ৩০০ টাকা মূল্যমানের জালনোট, জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জাম ও জালনোট বিক্রির নগদ দুই লাখ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
 
তিনি বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে জালনোট তৈরি করে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রি করছিল। তারা আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জালনোট তৈরি ও সরবরাহের পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এমআর


Share this news on:

সর্বশেষ

img
‘আমার কাছে মনে হয়েছিল পরিচালক যেন ভিক্ষা করছেন’ May 16, 2025
img
বিমানবন্দরে বাজে ব্যবহারের শিকার স্টার্ক, খেলবেন না আইপিএল May 16, 2025
img
সুস্থ থাকতে রসুনের ৭ উপকারী ব্যবহার May 16, 2025
img
২ বিভাগের ৮ জেলায় আকস্মিক বন্যার সম্ভাবনা May 16, 2025
img
বরিশালে বিএনপি নেত্রীর বাসায় হামলা, নগরীতে বিক্ষোভ মিছিল May 16, 2025
img
নালিতাবাড়ীর লোকালয় থেকে সজারুর ছানা উদ্ধার May 16, 2025
img
ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা May 16, 2025
img
প্রথম প্রান্তিকে জাপানের জিডিপি শূন্য দশমিক ২ শতাংশ হ্রাস May 16, 2025
img
বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত আব্দুল্লাহ May 16, 2025
img
ভারতে জনতার গণধোলাই খেয়ে পালিয়েছেন শুভেন্দু-ময়ূখ! May 16, 2025