উত্তর গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, ঢুকছে ট্যাংক

বর্বর হামলা চালিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার ইসরায়েল।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে শুক্রবার (১৬ মে) সকাল থেকে স্থল ও আকাশ থেকে ব্যাপক হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েল। সেখানকার বেঈত লাহিয়া শহরে দখলদারদের ট্যাংকও প্রবেশ করেছে।

বেঈত লাহিয়ার সাধারণ মানুষ জানিয়েছে, গত মার্চের পর উত্তর গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। শুক্রবার সকাল থেকে ব্যাপক গোলাবর্ষণ ও মিসাইল ছোড়া শুরু করে তারা। এ সময় সেখানে ট্যাংকও প্রবেশ করে।

স্থানীয়রা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী প্রথমে ধোঁয়ার বোমা ছোড়ে। এরপর কাছাকাছি অবস্থান থেকে গোলাবর্ষণ শুরু করে। এরপর বেঈত লাহিয়ার আল-সালাতিনের দিকে ট্যাংক নিয়ে অগ্রসর হয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সাঁজোয়া যান একটি স্কুল ঘিরে ফেলে। যেখানে শত শত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছেন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ১২০ জনেরও বেশি মানুষকে হত্যার পর আজ নতুন করে আরও ৫০ জনকে হত্যা করা হয়েছে।

গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এ সময়ের মধ্যে সেখানে একটি কণাও ঢুকতে দেয়নি তারা। এতে গাজার মানুষ খেয়ে না খেয়ে নিদারুণ কষ্টে দিনযাপন করছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল বলেছেন, গাজার মানুষের অভুক্ত থাকায় বিষয়টিতে তারা উদ্বিগ্ন। তবে দখলদার ইসরায়েলের কঠোর সমালোচনা না করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সরাসরি স্বীকার করেছেন গাজার মানুষ অভুক্ত থাকছেন। এ বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। তবে যুক্তরাষ্ট্র ঠিক কী ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটি স্পষ্ট করেননি ট্রাম্প।

সূত্র: বিবিসি

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ আগের মতোই শান্তিতে বসবাস করছে, যা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা: হাসনাত May 16, 2025
পাইলটের বিচক্ষণতায় র'ক্ষা পেলো ৭১ যাত্রীর জী'ব'ন May 16, 2025
উপদেষ্টাদের প্রেস ব্রিফিং ছাড়া আন্দোলন থামবে না, শিক্ষার্থীদের হুঁশিয়ারি May 16, 2025
বোতলকাণ্ডের সেই শিক্ষার্থীকে উপদেষ্টার বাসায় দাওয়াত May 16, 2025
img
ত্বকে ঔজ্জ্বল্য আনতে পারে শসার রস! May 16, 2025
img
বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে May 16, 2025
img
জেল্লা বাড়াবে পুদিনা এক্সফলিয়েটর May 16, 2025
img
রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি May 16, 2025
img
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে: প্রেস সচিব May 16, 2025
img
ইয়েমেনের বিভিন্ন জায়গায় নেতানিয়াহু'র দেশের হামলা May 16, 2025