কু‌ড়িগ্রা‌মে বজ্রপা‌তে আরো এক গৃহবধূর মৃত্যু

কু‌ড়িগ্রা‌মে বজ্রপা‌তে তাছলিমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় বাড়ির পাশে ছাগলের ঘাস কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যান তিনি।

নিহত ঠুষমারা থানাধীন চিলমারী উপ‌জেলার অষ্টমীরচর ইউনিয়নের চরমুদাফৎ কালিকাপুর গ্রামের ইমরান হোসেন দিপুর স্ত্রী।

জানা যায়, আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ওই গৃহবধূ ছাগ‌লের ঘাস কাট‌তে যান।

ঠুষমারা থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ‘নিহতের মরদেহ দাফ‌নের অনুম‌তি দি‌য়ে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।’
এদিকে কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে গরু আন‌তে গি‌য়ে আকস্মিক বজ্রপাতে চা‌মে‌লি রাণী (৪০) না‌মে এক গৃহবধূর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

আজ শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দি‌কে উপ‌জেলার ধরণীবা‌ড়ি ইউনিয়‌নের মধুপুর ক্লি‌নি‌কের পাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

বি‌ষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ওসি ‌জিল্লুর রহমান।

এফপি /টিএ

Share this news on:

সর্বশেষ