পানির নায্য হিস্যা আদায়ে সরকার তৎপর রয়েছে : ফরিদা আখতার

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফারাক্কা বাংলাদেশে কারবালা তৈরি করেছে। পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার তৎপর রয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) বিকেলে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে রাজশাহী কলেজ থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মওলানা ভাসানী ৯০ বছর বয়সে ফারাক্কা লংমার্চ করেছিলেন আজকের এই দিনে। ভারতের সঙ্গে তো আমরা আবার চুক্তি করছি, চুক্তি সাইন করব এবং যদি আমরা ঠিকমতো পানি না পাই, তাহলে দরকার হলে আমরা আন্তর্জাতিকভাবেও এটা নিয়ে যাব। যে পরিচ্ছেদগুলো আছে ফারাক্কা চুক্তিতে, সেটা আমরা আদায় করার চেষ্টা করব।

তিনি বলেন, ফারাক্কার কারণে ৬ কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত, কিন্তু পরোক্ষভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। জীবন-জীবিকা, খাদ্য, মাছ, জলজ প্রাণী সব কিছু ধ্বংস হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে। ফারাক্কা এই দেশে কারবালা তৈরি করেছে। কাজেই এই বিচার আমরা চাইব। সরকার হিসেবে আমরা চাপ সৃষ্টি করব। এই চাপ থাকবে। সেভাবেই আমরা চুক্তি নবায়ন করব।

এর আগে উপদেষ্টা ফরিদা আখতার রাজশাহী কলেজে পৌঁছালে কলেজের বিএনসিসি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এফপি /টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত ৩ বিমানঘাঁটি, পাকিস্তানের ব্যতিক্রমী স্বীকারোক্তি May 17, 2025
img
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা May 17, 2025
img
যে কারণে মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে নুরুল হক May 17, 2025
img
হুয়াওয়ের পণ্য ব্যবহারে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা May 17, 2025
img
পিএসএল খেলতে লাহোর পৌছেছেন সাকিব May 17, 2025
img
রেললাইনসংলগ্ন এলাকায় হাট স্থাপন না করার অনুরোধ May 17, 2025
img
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ May 17, 2025
img
সংবিধান হবে গণ মানুষের: মানজুর আল মতিন May 17, 2025
img
প্রথমবার সুপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ব্রিটিশ যুদ্ধজাহাজ May 17, 2025
img
অ্যাপলের ব্যাটারিতে এআইয়ের ছোঁয়া May 17, 2025