১৯ বছর পর ‘কিং’ ছবিতে একসঙ্গে শাহরুখ-রানি!

‘চলতে চলতে’, ‘কুচ কুচ হোতা হে’ সিনেমাতে শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল রানি মুখার্জিকে। এই জুটির প্রায় সবগুলো সিনেমাই হিট তকমা পেয়েছে। তাদেরকে সর্বশেষ দেখা গেছে ‘কাভি আলবিদা না কেহ না’ ছবিতে। এরপর আর তাদেরকে একসঙ্গে পাওয়া যায়নি।

১৯ বছর পর আবারও একসঙ্গে বড় পর্দায় আসছেন এই জুটি। রেড চিলিস এবং মারফ্লিক্স প্রযোজিত ‘কিং’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। ছবিতে এবার নতুন চমক হিসেবে থাকছেন রানি মুখার্জি। যদিও এই সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তিনি।

তবে চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ। শোনা গেছে, ‘কিং’ সিনেমায় সুহানা খানের মায়ের চরিত্রে অভিনয় করবেন রানি।

সূত্র অনুযায়ী আরও জানা গেছে, এই সিনেমার জন্য রানিকে মাত্র ৫ দিন শুটিং করতে হবে, তবে এটি হতে চলেছে একটি দীর্ঘ ক্যামিও চরিত্র। সিনেমার স্ক্রিপ্ট শোনা মাত্রই রাজি হয়ে গিয়েছিলেন রানি, বন্ধুর সঙ্গে বহুদিন পর স্ক্রিন শেয়ার করার এই সুবর্ণ সুযোগ একেবারেই হাতছাড়া করতে চাননি অভিনেত্রী।

আগামী ২০ মে থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। কিছু অংশ মুম্বাইয়ে এবং কিছুটা ইউরোপে দৃশ্য ধারণ হবে। ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

শাহরুখের মেয়ে সুহানাকে ঘিরেই এগোবে ‘কিং’ সিনেমার গল্প। বড় পর্দায় এটি তার প্রথম সিনেমা।

এই সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি এবং অভয় ভার্মাকে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ