জুনকো তাবেই। মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম নারী। ১৯৭৫ সালের ১৬ মে পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয় করেন জাপানের জুনকো। নারীর এভারেস্ট জয়ের ৫০ তম বছরে হিমালয় জয় করা নারীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজারের কাছাকাছি।
এদিকে পরিসংখ্যানে দেখা গেছে এভারেস্ট আরোহণে পুরুষদের চেয়ে নারীরা বেশি সতর্ক ও মৃত্যুহারও কম। হিমালয়ের ডাটাবেজ থেকে এএফপি জানিয়েছে চলতি বছর মে পর্যন্ত ৯৬২ জন এভারেস্ট জয় করেছেন। এ সময়ে পুরুষের সংখ্যা ১১ হাজার ৯৫৫।
অনেক সীমাবদ্ধতা জয় করে এভারেস্টের দিকে যান জুনকো তাবেই। তাঁর আগে কোনো নারী ওই পথে যাননি। এভারেস্টজয়ী পুরুষের সংখ্যা ছিল তখন ৩৮। প্রচুর বাধার মুখে পড়েছিলেন জুনকো। কেউ পৃষ্ঠপোষকতা করতে রাজি হয়নি। অধিকাংশই তাঁকে বলেছিলেন, তাঁর উচিত ঘরে থেকে সন্তানদের দেখাশোনা করা। তারপরও সব বাধা জয় করে নারী হিসেবে এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় পা রাখেন জুনকো তাবেই।
হিমালয়ের ওই অভিযানে নারীদের মৃত্যুহার কম। হিমালয়ান ডাটাবেজের তথ্য অনুযায়ী, প্রতি ১৫৩ বার চেষ্টায় একজন নারী মারা যান। সেখানে প্রতি ৭০ বার চেষ্টায় একজন পুরুষ মারা যান। হিমালয়ান ডাটাবেজের পরিচালক বিলি বিয়ারলিং জানান, নারীরা তুলনামূলকভাবে বেশি সচেতন, সতর্ক ও ঝুঁকি না নিয়ে নামার সিদ্ধান্ত নিতে পারে।
এক দশক আগেও ১৬ জন পুরুষের বিপরীতে একজন নারী এভারেস্ট জয় করতেন। এখন তা ১০ জনের বিপরীতে একজনের দাঁড়িয়েছে।
আরএম