আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায়, কারা টিকে রইল প্লে-অফে?

শুরু হয়েও হলো না আইপিএলের অবশিষ্ট অংশ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতে স্থগিত হওয়ার পর গতকাল (শনিবার) আবারও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু তা হতে দিলো না বেরসিক বৃষ্টি। তাতে মূলত কপাল পুড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। আইপিএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকতে তাদের কোনো পয়েন্ট হারানোর সুযোগ ছিল না। কিন্তু বৃষ্টি কেড়ে নিলো একটি পয়েন্ট।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নতুন করে আসরের খেলা গড়ানোর অপেক্ষায় ছিল স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা। কিন্তু উভয়কেই হতাশ করে প্রতিকূল আবহাওয়া তাদের একটি করে পয়েন্ট ভাগ করে দিয়েছে। যা কলকাতার জন্য চরম হতাশার আর বেঙ্গালুরুর জন্য চূড়ায় ওঠার সুখকর মুহূর্ত। একইসঙ্গে কার্যত প্লে-অফও নিশ্চিত করে ফেলেছে কোহলি-পাতিদারের বেঙ্গালুরু। আর চতুর্থ দল হিসেবে চলতি আসর থেকে কলকাতা বিদায় নিশ্চিত করল।

শনিবার সকাল থেকেই বেঙ্গালুরুর আকাশ ছিল মেঘলা। দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়। একনাগাড়ে বৃষ্টি চলতে থাকায় টসের সময় পিছিয়ে দেওয়া হয়। খেলা শুরুর নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর বৃষ্টি থামলে মাঠ শুকানোর কাজ শুরু করেন মাঠকর্মীরা। তবে সবাইকে হতাশ করে ১৫ মিনিট বাদেই ফের বৃষ্টি নামে। শেষ পর্যন্ত রাত ১০টা ৫০ মিনিটে মাঠ পরিদর্শনের পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এই ম্যাচ বাতিল হওয়ায় ১৩ ম্যাচে ১২ পয়েন্ট হলো কলকাতার। আসরে তাদের অবশিষ্ট ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ১৪। ইতেমধ্যে এরচেয়ে বেশি পয়েন্ট আছে তিন দলের এবং এক দলের ১৪ পয়েন্ট (বাকি আরও দুই ম্যাচ)।

কলকাতার আশা টিকিয়ে রাখা এবং বেঙ্গালুরুর প্লে-অফ নিশ্চিতে এদিন জয়ই প্রয়োজন ছিল উভয় দলের। আবার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর কাল প্রথম মাঠে নামার কথা ছিল বিরাট কোহলির। ক্রিকেটপ্রেমীদের একাংশ তাকে সম্মান জানাতে টেস্টের ১৮ নম্বর জার্সি পরে মাঠেও এসেছিলেন। খেলা না হওয়ায় হতাশা নিয়ে ফিরলেন তারাও।

এখন পর্যন্ত চলমান আইপিএলে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে বেঙ্গালুরু। এরপর শীর্ষ পাঁচে যথাক্রমে অবস্থান গুজরাট টাইটান্স (১১ ম্যাচে ১৬ পয়েন্ট), পাঞ্জাব কিংস (১১ ম্যাচে ১৫ পয়েন্ট), মুম্বাই ইন্ডিয়ান্স (১২ ম্যাচে ১৪ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালসের (১১ ম্যাচে ১৩ পয়েন্ট)। প্রথম তিন দলের প্লে-অফে ওঠার সম্ভাবনা প্রবল, টিকে আছে মুম্বাই-দিল্লিও। এ ছাড়া সাত নম্বরে থাকা লখনৌ সুপার জায়ান্টসের আশাও এখনও শেষ হয়নি। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১০।

অন্যদিকে, ছয় নম্বরে থাকলেও বিদায় নিশ্চিত করল কলকাতা (১৩ ম্যাচে ১২ পয়েন্ট)। এ ছাড়া ৮ থেকে ১০ নম্বরে থাকা তিন দল বিদায় নিশ্চিত করেছিল আগেই। তারা হচ্ছে যথাক্রমে– সানরাইজার্স হায়দরাবাদ (১১ ম্যাচে ৭ পয়েন্ট), রাজস্থান রয়্যালস (১২ ম্যাচে ৬ পয়েন্ট) ও চেন্নাই সুপার কিংস (১২ ম্যাচে ৬ পয়েন্ট)।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়া, নেই সাথী ঘোরাটিও May 18, 2025
২০২৫-২৬ অর্থ বছরে বিদ্যুৎ খাতে ভয়াবহ চাপ! May 18, 2025
উপদেষ্টা মাহফুজকে নিয়ে যা বললেন দিদারুল ভূঁইয়া May 18, 2025
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের May 18, 2025
img
সান্ডার মাংস নিয়ে নবীজি (সা.) যা বলেছিলেন? May 18, 2025
img
উখিয়ার সরকারি ওয়েবসাইটে শেখ হাসিনার ছবি May 18, 2025
img
দুর্নীতিবাজ আওয়ামীদের তালিকা করছে সিআইডি May 18, 2025
img
বিচ্ছেদ জল্পনার মাঝে অভিষেক-ঐশ্বরিয়ার মিষ্টি মুহূর্ত ভাইরাল May 18, 2025
img
সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১ হাজার ৪৯২ জন May 18, 2025
img
ম্যাক্সওয়েলের সঙ্গে বিয়ে নিয়ে যে কড়া বার্তা প্রীতির May 18, 2025
img
ধানক্ষেতে মিলল বার্মিজ প্রজাতির অজগর সাপ, বনে অবমুক্ত May 18, 2025
img
পুতিনকে ফোনে ‘রক্তপাত বন্ধের’ বার্তা দেবেন ট্রাম্প May 18, 2025
img
নায়িকা নুসরাত ফারিয়া আটক May 18, 2025
img
মানসিক অস্থিরতায় ছবির কাজ ছাড়লেন বাবিল খান May 18, 2025
img
শুটিং ফ্লোরে ‘রঘু ডাকাত’, তরবারি হাতে নজর কাড়লেন দেব May 18, 2025
img
দাদাসাহেব ফালকের বায়োপিক নিয়ে বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রির ঠান্ডা লড়াই! May 18, 2025
img
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার ব্লকেড কর্মসূচি May 18, 2025
img
পাঁচ নায়িকার মধ্যে একজনকে বিয়ে করবেন হিরো আলম May 18, 2025
img
বড়সড় বিপাকে ‘মহাগুরু’, অনুমতি ছাড়াই বহুতল নির্মাণ! May 18, 2025
img
কাশ্মিরের নিরাপত্তায় এবার সাবেক সেনা সদস্যদের মাঠে নামাচ্ছে ভারত May 18, 2025