পাঁচদিন বন্ধ থাকার পর চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। রোববার (১৮ মে) ভোর ৬টা থেকে এই নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানান রাঙামাটির সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
তিনি জানান, কর্ণফুলী নদীতে নাব্যতা সংকটের কারণে ড্রেজিং কাজের জন্য গত ১৩ মে থেকে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। রাঙামাটির সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী ও কর্মীরা নিরলস পরিশ্রম করে ড্রেজিং কাজ সম্পন্ন করেছেন। ফেরির সংযোগ সড়ক সংস্কার শেষ হওয়ার পর আজ ফেরি চলাচল শুরু হয়।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন, শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ভাটার সময় ফেরি ও পল্টুন চরে আটকে যেত। তাই ড্রেজিং কাজ সম্পাদনের জন্য ৫ দিন ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছিল।
চন্দ্রঘোনা ফেরি ঘাটে ফেরির কর্মচারী মো. আরমান ও চালক সিরাজ জানান, ড্রেজিং কাজ শেষ হওয়ায় আজ ভোর ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।
ট্রাকচালক মো. নাছির বলেন, “এতদিন বিকল্প সড়ক ব্যবহার করায় জ্বালানি ও সময় বেশি খরচ হয়েছে, আজ ফেরি চলাচল শুরু হওয়ায় আমাদের ভোগান্তি অনেক কমেছে।”
উল্লেখ্য, রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকার এই নৌ রুটে প্রতিদিন শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে থাকে।
এসএস/এসএন