টানা কয়েক সপ্তাহের সংঘর্ষ ও উত্তেজনার পর ১২ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান। রোববার (১৮ মে) সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই যুদ্ধবিরতি আপাতত শেষ হচ্ছে না। বরং এটি মেয়াদহীন—অর্থাৎ এর কোনও নির্দিষ্ট সময়সীমা নেই।
রোববার এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা বলেন, “যারা ভাবছেন এই বিরতি শুধু সাময়িক, তাদের জন্য স্পষ্ট করে দিচ্ছি—ডিজিএমওদের (দুই দেশের সামরিক পরিচালনপ্রধান) আলোচনায় যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে, তার কোনও নির্দিষ্ট মেয়াদ নেই।”
তিনি আরও জানান, এদিন ভারত-পাকিস্তান সামরিক বাহিনীর ডিজিএমওদের মধ্যে কোনও নতুন আলোচনা নির্ধারিত ছিল না।
এর আগে ভারত ও পাকিস্তান একাধিকবার জানায়, দুই দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং যুদ্ধবিরতির সিদ্ধান্তকে কার্যকর রাখার চেষ্টা চলছে।
১২ মে থেকে দুই দেশের সীমান্তে গোলাগুলি বন্ধ রয়েছে। কূটনৈতিক ও সামরিক পর্যায়ে উত্তেজনা প্রশমনে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ।
এসএস/এসএন