সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ইঙ্গিত দেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর সাবেক পরিচালক জেমস কমির বিরুদ্ধে। এক সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ছবি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন কমি। ছবিতে দেখা যায়, সমুদ্রতটের বালুর উপর শামুক ও ঝিনুক দিয়ে লেখা ‘86 47’। এই পোস্ট ঘিরেই শুরু হয় জল্পনা। ট্রাম্পপন্থী বিশ্লেষক ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একাংশ দাবি করেন, ‘৮৬’ মার্কিন সাংস্কৃতিক পরিভাষায় কিছু বা কাউকে ‘সরিয়ে দেওয়া’ বোঝাতে ব্যবহৃত হয়, যা অনেক সময় হত্যা করার অর্থেও ইঙ্গিত করে। আর ‘৪৭’ বলা হচ্ছে ট্রাম্পকে বোঝাতে—কারণ ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
ছবিটি প্রকাশের পরই ট্রাম্পপন্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কড়া সমালোচনার মুখে ছবিটি পরে মুছেও ফেলেন জেমস কমি। তবে বিতর্ক থামেনি। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি অভিযোগ করে বলেন, ‘কমি একজন নোংরা পুলিশ। ওই সংকেতের অর্থ সে ভালো করেই জানে—এটা আমাকে হত্যা করার ইঙ্গিত। কারণ আমরা আবারো আমেরিকাকে সম্মানের স্থানে নিয়ে যাচ্ছি, তাই তারা আমাকে সরাতে চায়।’
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই জেমস কমি ছিলেন তার সমালোচক। ২০১৬ সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপের সম্ভাব্য প্রমাণের কথা জানান কমি। ২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে এফবিআই প্রধানের পদ থেকে বরখাস্ত করেন। ২০১৮ সালে এক সাক্ষাৎকারে কমি ট্রাম্পকে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অনুপযুক্ত প্রেসিডেন্ট’ বলেও উল্লেখ করেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে কমির এই পোস্ট এবং এর তাৎপর্য নিয়ে চলছে বিস্তর আলোচনা। যদিও কমির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এফপি/এসএন