পড়া বুঝিয়ে নিতে চেম্বারে আসেন সেই ছাত্রী, দাবি শিক্ষকের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহ নিজ চেম্বারে এক নারী শিক্ষার্থীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়ার ঘটনাটি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। রোববার (১৭ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি সেদিনের ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

অধ্যাপক হেদায়েত উল্লাহ বলেন, গত ১১ মে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এক নারী শিক্ষার্থী পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সহায়তা নিতে তার চেম্বারে আসেন। এরপর প্রায় ৫টা ৪০ মিনিটে চারজন যুবক চেম্বারে প্রবেশ করে। তাদের মধ্যে ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব, সিরাজুল ইসলাম সুমন (নিজেকে সাংবাদিক পরিচয় দেন), সাজ্জাদ হোসেন সজিব (কালবেলার প্রতিনিধি) ও মোহাম্মদ আতাউল্লাহ (যিনি নিজেকে সমন্বয়ক বলেন)। তারা চেম্বারে ঢুকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। অভিযোগ অনুযায়ী, তারা ওই শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তা করেন এবং হুমকি দেন।

তিনি জানান, অভিযুক্তরা তাকে বলেন যে, তার ক্যারিয়ার নষ্ট করে দেবে এবং শিক্ষার্থীর সামাজিকভাবে সম্মানহানি ঘটাবে—এই মর্মে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। এরপর তারা প্রথমে ৫ লাখ টাকা দাবি করে, পরে তা কমিয়ে এক লাখ টাকা হাতে এবং বাকি চার লাখ পরে দিতে বলেন। হেদায়েত উল্লাহ দাবি করেন, তারা শিক্ষার্থীকে তালা দিয়ে আটকে রাখে এবং নানা হুমকি দিতে থাকে। নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি পরে জুবেরি ভবনে গিয়ে এক লাখ টাকা তুলে দেন। পরদিন আরও দুই লাখ টাকা দেন। সুমন প্রথম দফায় এক লাখের সঙ্গে অতিরিক্ত আড়াই হাজার টাকাও নেন বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া তিনি জানান, পরে জানতে পারেন, তাদের এই তথাকথিত অভিযানে তারই ফ্যাকাল্টির এক শিক্ষক জড়িত, যিনি অভিযুক্তদের তথ্য দিয়েছেন। সেই শিক্ষকও নাকি তার কাছ থেকে কমিশন পাওয়ার আশায় এই কাজ করেন।

ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর হেদায়েত উল্লাহর বহিষ্কারের দাবিতে ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এই পরিপ্রেক্ষিতে উভয় পক্ষ—অধ্যাপক ও শিক্ষার্থী এবং অভিযুক্ত সাংবাদিকরাও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন।

ওই নারী শিক্ষার্থী তার বক্তব্যে বলেন, পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি স্যারের সঙ্গে দেখা করতে চেম্বারে গিয়েছিলেন। পড়াশোনার সময় সন্ধ্যা হয়ে গেলে হঠাৎ কয়েকজন যুবক চেম্বারে প্রবেশ করে এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করে। ওড়না খুলে গেলে তিনি আতঙ্কে টেবিলের নিচে লুকান। তাদের হুমকিতে তিনি গামছা দিয়ে মুখ ঢেকে বের হন। তার নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক হেদায়েত উল্লাহ বাধ্য হয়ে অর্থ দেন বলে জানান তিনি।

অন্যদিকে, সাংবাদিক পরিচয়দানকারী সাজ্জাদ ও সুমন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন, এক স্যারের কাছ থেকে খবর পেয়ে প্রক্টর অফিসের অনুমতি নিয়ে তারা ঘটনাস্থলে যান। চেম্বারে ঢুকে প্রথমে অন্ধকার কক্ষের ভেতর হেদায়েত উল্লাহর সঙ্গে কথা বলেন এবং পরে টেবিলের নিচে লুকানো অবস্থায় ছাত্রীকে দেখতে পান। ছাত্রীটি অনুরোধ করেন, ভিডিও যেন প্রকাশ না করা হয়, কারণ এতে তিনি আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে পারেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তারা তখন ভিডিও প্রকাশ না করার সিদ্ধান্ত নেন।

এই ঘটনা ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। তদন্ত ও প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মহল।

Share this news on:

সর্বশেষ

img
প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে, বলেছিলেন ফারিয়া May 19, 2025
img
তুরস্ক থেকে আমরাম ক্ষেপণাস্ত্র নিচ্ছে পাকিস্তান, উদ্বেগে ভারত! May 19, 2025
img
‘সংবাদ এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে’ May 19, 2025
একাদশে না থেকেও যে বিরল রেকর্ড গড়েছেন শান্ত . May 19, 2025
৭ বছরেও চালু হয়নি ৪২ কোটি টাকার বায়ু বিদ্যুৎ প্রকল্প May 19, 2025
img
চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এবার দুবাই থেকে উট এনে কোরবানি দিবেন! May 19, 2025
img
বাংলাদেশের সিদ্ধান্তের জবাবে স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত May 19, 2025
img
নুসরাত ফারিয়াদের গ্রেফতার করে গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে : রাশেদ খান May 19, 2025
img
দিল্লির হার, তবে বল হাতে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ May 19, 2025
img
পদোন্নতি পেয়ে ১২ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হলেন May 19, 2025
img
সাভারের আশুলিয়ায় পার্কিং করা বাসে আগুন May 19, 2025
img
দীর্ঘদিন পর মাঠে নেমেই সাকিবের গোল্ডেন ডাক May 19, 2025
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ করল শিক্ষার্থীরা May 19, 2025
img
সাবেক সেনাসদস্যদের দাবি-দাওয়া যাচাই ও সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিল আইএসপিআর May 19, 2025
img
আগস্টে ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর May 19, 2025
img
আসামির বাড়িতে ভাঙচুরে বাধা দিতে গিয়ে এসআইয়ের মাথা ফাটলো May 19, 2025
img
বান্দরবানের লামায় মাটি খুঁড়ে ৫১ লাখ টাকা উদ্ধার May 18, 2025
img
রংপুরে পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ জন May 18, 2025
এক কক্ষে ৪, এক ভবনে ১০ রাজনৈতিক দল! May 18, 2025
ভারতের নিষেধাজ্ঞা: বেনাপোলে আটকে ৩৬ ট্রাক গার্মেন্টস পণ্য May 18, 2025