লম্বা সময় পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে আবারো ক্রিকেটে ফেরার অপেক্ষায় সাকিব আল হাসান। সব ঠিক থাকলে আজকের ম্যাচ দিয়েই ফিরতে পারেন এই বাংলাদেশি অলরাউন্ডার। তবে শঙ্কা তৈরি করেছে বৃষ্টি।
লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচের টসের আগে শুরু হয় বৃষ্টি। পাশাপাশি রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় বজ্রপাতও হচ্ছে। নির্দিষ্ট সময়ে হয়নি ম্যাচের টস।
পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের ম্যাচে যারা হারবে তারাই বিদায় নেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসর থেকে। এমন সমীকরণের ম্যাচের সময় রাওয়ালপিন্ডিতে বর্তমানে বৃষ্টি হচ্ছে। প্রশ্ন হচ্ছে বৃষ্টির কারণে ম্যাচটি যদি পরিত্যক্ত হয় তাহলে সাকিব আল হাসানের লাহোরের ভাগ্যে কী আছে?
বর্তমানে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে লাহোর। সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পেশোয়ার আছে পাঁচ নম্বরে। এমন অবস্থায় ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলই একটি করে পয়েন্ট পাবে। যার ফলে ১০ পয়েন্ট নিয়ে পিএসএলের সেরা চারে জায়গা করে নেবে সাকিবের লাহোর। বিপরীতে ৯ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বাবর আজমের পেশোয়ার।
টিকে/টিএ