গায়ক রাহুল বৈদ্যকে অবশেষে আনব্লক করলেন বিরাট কোহলি। আর তা দেখামাত্রই আনন্দে আত্মহারা গায়ক। সোশাল মিডিয়ায় বিরাটকে ধন্যবাদ জানালেন রাহুল। প্রশংসায় ভরিয়ে দিলেন কোহলিকে।
ইনস্টাগ্রামে রাহুল লেখেন, “আমার আনব্লক করার জন্য ধন্যবাদ বিরাট কোহলি। আমার দেখা সেরা ক্রিকেটার আপনি। ভারতের গর্ব। জয় হিন্দ। ঈশ্বরের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের সঙ্গে থাকুক।” যদিও কোহলির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, আইপিএলের মাঝে আচমকাই বিরাট কোহলিকে নিয়ে শোরগোল পড়ে যায়। তবে তা খেলা সংক্রান্ত কিছু নয়। বরং একটু অন্যরকম। অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার অবনীত কৌরের একটি ছবিতে ‘লাভ’ রিঅ্যাক্ট করেন। আর তা নিয়ে হইচই শুরু হয়। সেই ছবিটি আবার অবনীত নিজে করেননি। তার একটি ফ্যান পেজ থেকে করা হয়। তারপরই চর্চা শুরু হয়, হঠাৎ কী হল কোহলির? অনেকে তো আবার কোহলির ‘কাণ্ড’ দেখানোর জন্য সেই পোস্টে অনুষ্কাকে ট্যাগও করেন। অবশেষে বিষয়টির ব্যাখ্যাও দেন কোহলি। দাবি করেছিলেন, ইচ্ছাকৃতভাবে কিছু করেননি। ইনস্টা অ্যালগোরিদমের এর জন্য দায়ী।
সে প্রসঙ্গ টেনে কিং কোহলিকে খোঁচা দেন রাহুল বৈদ্য। তিনি দাবি করেন, “আমি আসলে বলতে চাইছি যে, এরপর থেকে আবার এরকম না হয় যেন অ্যালগোরিদম নিজে থেকেই একগুচ্ছ ছবিতে লাইক করে ফেলল, যেগুলোতে আমি আদতেই লাইক করিনি। তাই সব মেয়েদের উদ্দেশেই বলছি এসব নিয়ে দয়া করে প্রচার করবেন না, কারণ ওটা আমার ভুল নয়। ওটা ইনস্টাগ্রামের অ্যালগোরিদমের ভুল।”
রাহুল আরও বলেন, “বন্ধুদের বলি, বিরাট কোহলি আমাকে ব্লক করে দিয়েছেন। তোমরা জানো কারণটা। আমার মনে হয়, বিরাট আমাকে ব্লক করেননি, সেটাও ইনস্টাগ্রামের প্রযুক্তিগত কোনও ভুল হবে। ইনস্টাগ্রামের অ্যালগোরিদমই হয়তো কোহলিকে নির্দেশ দিয়েছে যে, একটা কাজ করি, তোমার হয়ে আমিই রাহুল বৈদ্যকে ব্লক করে দিচ্ছি।” এবার রাহুল বৈদ্য় নিজেই জানান, কোহলি তাকে আনব্লক করে দিয়েছেন।
এসএম