জয় পেয়েছে লাহোর কালান্দার্স, ব্যাটে-বলে ব্যর্থ সাকিব

প্রায় ছয় মাস পর ম্যাচ খেলতে নেমে ভালো করতে পারেননি সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে আউট হন প্রথম বলেই। বল হাতে খরুচে বোলিংয়ে পাননি কোনো উইকেট। তার দল লাহোর কালান্দার্স অবশ্য জয় পেয়েছে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের সাবেক দল পেশাওয়ার জালমির বিপক্ষে দুই ওভারে দুই ছক্কা হজম করে ১৮ রান দিয়েছেন সাকিব। ২৬ রানের জয়ে আসরের প্লেঅফে উঠেছে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর।

রাওয়ালপিন্ডিতে রোববার বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে লাহোর করে ৮ উইকেটে ১৪৯ রান। ফাখার জামানের ৭ চার ও ৩ ছক্কায় ৩৬ বলে ৬০ রান ছাড়া আর কেউ পঁচিশ পর্যন্তও যেতে পারেননি।

জবাবে পেশাওয়ার ৮ উইকেটে ১২৩ রানের বেশি করতে পারেনি। এই হারে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাবর আজমের নেতৃত্বাধীন দলটির।

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন একাদশ ওভারে। পেসার আহমেদ দানিয়েলের লেগ স্টাম্পের বাইরের বল র‍্যাম্প শট খেলার চেষ্টায় পারেননি তিনি, এ যাত্রায় যদিও ওয়াইড হয় বলটি।

পরের বলে আবার র‍্যাম্প খেলতে যান তিনি, এবারও ব্যাট ছোঁয়াতে পারেননি, স্লোয়ার বল ছোবল দেয় মিডল স্টাম্পে।

এক বলে শূন্য রানে আউট হয়ে হতাশায় মাঠ ছাড়েন সাকিব।

চার ওভারের পাওয়ার প্লের শেষ ওভারে, শেষ দুই বলে সালমান মির্জার দুই উইকেটের পর পঞ্চম ওভারে বল হাতে পান সাকিব। পেশাওয়ারের স্কোর তখন ৩ উইকেটে ৩৫।

আঁটসাঁট বোলিংয়ে সাকিবের ওই ওভার থেকে আসে কেবল পাঁচটি সিঙ্গল। এর মধ্যে বাবর আজম চার বল খেলে নিতে পারেন তিন রান।

পরের ওভারে বাবরকে ফিরিয়ে দেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

সাকিব আবার বোলিং পেতে পেতে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় পেশাওয়ার। দশম ওভারে যখন বোলিংয়ে ফেরেন তিনি, পেশাওয়ারের স্কোর ৭ উইকেটে ৭১।

এই ওভারে সাকিব দেন ১৩ রান। যার বলে আউট হয়েছিলেন তিনি, সেই দানিয়েল পরপর দুটি ছক্কা মারেন তাকে।

পেশাওয়ারের কেউ ত্রিশ রানও করতে পারেননি। ৩১ রানে ৪ উইকেট নিয়ে লাহোরের সফলতম বোলার বাঁহাতি পেসার সালমান মির্জা।

এই ম্যাচের আগে সবশেষ গত ৩০ নভেম্বর আবু ধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলেছিলেন সাকিব। স্বীকৃত ক্রিকেটে সবশেষ খেলেছিলেন সেপ্টেম্বরের শেষে ভারত সফরে বাংলাদেশের হয়ে টেস্টে।

গত কয়েক মাসে মাঠের বাইরে থাকার সময়টায় ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে বোলিংয়ে নিষিদ্ধ ছিলেন তিনি। পরে অ্যাকশন শুধরে ফিরেছেন।

পিএসএলের নিলামে এবার দল না পেলেও টুর্নামেন্টটি স্থগিত হওয়ার পর পুনরায় শুরুর পালায় সাকিবকে দলে নেয় লাহোর।

আট বছর পর এবার পিএসএলে খেলছেন তিনি। আগে দুবার খুব সুখকর ছিল না তার অভিজ্ঞতা। ২০১৬ আসরে করাচি কিংসের হয়ে ৮ ইনিংসে ১৮ গড়ে রান করেছিলেন ১২৬, ওভারপ্রতি ৭.৯৫ রান দিয়ে উইকেট নিতে পেরেছিলেন ৩টি। ২০১৭ আসরে পেশাওয়ার জালমির হয়ে ৫ ইনিংসে ৫৫ রান করেন ১৩.৭৫ গড়ে, ৫টি উইকেট শিকার করেন ওভারপ্রতি ৭.২৬ রান দিয়ে।

এসএম 

Share this news on:

সর্বশেষ

img
‘নির্বাচন বিলম্ব দেখে বোঝা যায় ড. ইউনূসের পাশে আওয়ামী দোসররা’ May 19, 2025
img
সমর্থকদের আন্দোলন নিয়ে মুখ খুললেন ইশরাক May 19, 2025
img
বাণিজ্য উত্তেজনার মাঝেও সাইবারক্যাব তৈরিতে চীনা যন্ত্রাংশ আমদানি করছে টেসলা May 19, 2025
img
পাকিস্তানের পাল্টা হামলায় ভারত হারাল ১০ হাজারের বেশি ঘরবাড়ি May 19, 2025
তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে সব রেকর্ড ভেঙে আন্দোলনের হুঁশিয়ারি! May 19, 2025
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়াই চলছে জলাতঙ্ক টিকা প্রয়োগ May 19, 2025
দ্রুত নির্বাচন চায় ১২দলীয় জোট May 19, 2025
img
পাচারের জব্দ টাকায় হচ্ছে আলাদা ফান্ড,ব্যয় হবে জনকল্যাণে May 19, 2025
img
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দরে রপ্তানি হ্রাস, দৈনিক ক্ষতি ৪০ লাখ টাকা May 19, 2025
img
নুসরাত ফারিয়া গ্রেফতার হলে তিশা, ফারুকীও গ্রেফতার হওয়ার কথা : রাশেদ May 19, 2025
img
সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল May 19, 2025
সাকিবের সাথে পিএসএল খেলবেন মিরাজ; মিরপুরে সাদা বলের অনুশীলন! May 19, 2025
হাসিনার সঙ্গে নুসরাত ফারিয়ার সম্পর্ক নিয়ে কি বলছেন আইনজীবী May 19, 2025
১৪ হাজার বছর আগে পৃথিবীতে আঘাত হেনেছিল সৌরঝড় May 19, 2025
img
অবৈধ রায়ের মাধ্যমে মেয়র হওয়ার শখ কেন?: হান্নান মাসউদ May 19, 2025
img
জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন নুসরাত ফারিয়া May 19, 2025
img
ফোকাস নষ্ট কইরেন না, ফারিয়ার গ্রেফতারে সরকারের উদ্দেশে জীবন May 19, 2025
img
দ্বৈত এনআইডি নেই, পুরোপুরি নিরাপদ ডেটাবেজ : ডিজি May 19, 2025
img
কারাগারে প্রেরণের পর ফারিয়ার ফেসবুক পেজ থেকে একাধিক পোস্ট May 19, 2025
img
পুতিনের সঙ্গে দ্রুত বৈঠক চান ট্রাম্প: মার্কো রুবিও May 19, 2025