চলতি মৌসুমে কোনো শিরোপা জিততে পারছে না রিয়াল। ফলে এখন শেষ ম্যাচগুলোতে জয় পাওয়াই তাদের কাজ। রোববার সেভিয়ার মাঠে এমবাপ্পে ও বেলিংহ্যামের গোলে সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা।
দুইটি গোলই হয় দ্বিতীয় হাফে। ৭৫তম মিনিটে রিয়ালের হয়ে গোল করেন এমবাপ্পে। তার ১২ মিনিট পর (৮৭তম) রিয়ালের জয় নিশ্চিত করেন জুড বেলিংহ্যাম। তার আগে প্রথম হাফে এমবাপ্পেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বাদে। দ্বিতীয় হাফের শুরুতেই সেভিয়ার ইসাক রোমেরো লাল কার্ড দেখেন। ফলে ৯ জন নিয়ে খেলতে হয়েছে সেভিয়াকে।
এদিকে রাতের আরেক ম্যাচে রিয়াল বেতিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেজ। একটি করে গোল করেছেন। কোরেয়া এবং নরম্যান্ড।