আসন্ন কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। ইতোমধ্যেই সিনেমাটির পোস্টাও ও দেড় মিনিটের ভিডিও ক্লিপ শাকিব ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা।
এদিকে শাকিব খান একটি পোস্টার শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ‘তাণ্ডব’বের অ্যাকশন অবতারে ধরা দিয়ে। হাতে জ্বলন্ত সিগারেট, পরনে শার্ট। চোখে-মুখে আগুনের ছাপ স্পষ্ট।
পোস্টার শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পূর্বাভাসে তাণ্ডব শুরু।’ কমেন্টের বক্সে ‘তাণ্ডব’বের অ্যাকশন অবতারের প্রশংসাও করেছেন শাকিব ভক্ত থেকে শুরু করে নেটিজেনরাও।
একজন নেটিজেন লিখেছেন, ‘আমাদের মেগাস্টার শাকিব খান বাংলা সিনেমাকে অন্য লেভেল এ নিয়ে যাচ্ছে এইবার হবেই রেকর্ডের তাণ্ডব।’ আরেকজনের কথায়, ‘শাকিব খান মানে সুপারহিট ব্লকবাস্টার।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
প্রসঙ্গত, সিনেমাটির পরিচালক রায়হান রাফী। সিনেমাটি একটি দ্বিপাক্ষিক যৌথ প্রযোজনা, যেখানে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং বাংলাদেশের আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড যৌথভাবে প্রযোজনার দায়িত্বে রয়েছে।
এসএম/এসএন