‘ভারতের নিশানার মধ্যে পুরো পাকিস্তান’

ভারতের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি’কুনহা দাবি করেছেন, পাকিস্তানের পুরো ভূখণ্ড ভারতের হামলার সীমার মধ্যে রয়েছে।

পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে তিনি ভারতের সামরিক সক্ষমতা নিয়ে এমন মন্তব্য করেন। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার (১৯ মে) এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল ডি’কুনহা দাবি করেন, “পাকিস্তানের পুরো ভূখণ্ডই আমাদের হামলার আওতায়। ওরা যদি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার (জিএইচকিউ) রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাখতুনখাওয়া-তে সরিয়েও নেয়, তাহলেও ওদের অতল গহ্বরে আশ্রয় নিতে হবে।”

জেনারেল ডি’কুনহা বলেন, “ভারতের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র ও প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে পাকিস্তানের সবচেয়ে গভীর প্রান্তেও আঘাত হানা সম্ভব। সীমান্ত হোক বা দেশের (ভারতের) অভ্যন্তর থেকে—ভারত যেকোনও জায়গা থেকে হামলা চালাতে প্রস্তুত।”

ডি’কুনহা দাবি করেন, “আমাদের প্রধান কাজ হলো দেশের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করা। শত্রুপক্ষ যেসব হামলা চালাতে চেয়েছিল জনবসতিপূর্ণ অঞ্চল বা সেনানিবাসের ওপর—সেগুলোর বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলা আমাদের বড় অর্জন।”

তিনি আরও দাবি করেন, সেনানিবাসে বহু সেনা, অফিসার ও তাদের পরিবার থাকেন। ড্রোন হামলার আশঙ্কায় তারা আতঙ্কিত ছিলেন। এই অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় সেনা, তাদের পরিবার এবং গোটা দেশ গর্বিত।

প্রসঙ্গত, গত ৬ ও ৭ মে রাতে ভারত পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। জবাবে পাকিস্তান দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানায়। এই পাল্টা হামলায় পাকিস্তানের বিমানবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। যার মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট। এছাড়া অন্য দুটি মিগ-২৯ এবং এসইউ-৩০ যুদ্ধবিমান।

এছাড়া ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ ফাইটার জেটও ভূপাতিত করেছিল পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই তথ্য নিশ্চিত করেন। এতে করে ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়ায় ৬টিতে।

গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিশ্চিত করেন— পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) কাশ্মীরের পামপুর এলাকায় গত ৬-৭ মে রাতে ভারতের আরেকটি যুদ্ধবিমান — মিরাজ ২০০০ — ভূপাতিত করেছিল। এ নিয়ে মোট ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করার কথা জানায় পাকিস্তান।

উল্লেখ্য, টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন।

উভয়পক্ষের নানা প্রচেষ্টায় ভারত ও পাকিস্তানের মাঝে উত্তেজনার পারদও কমে এসেছে অনেকটাই।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘হেরা ফেরি ৩’ ছাড়ায় ২৫ কোটি ক্ষতিপূরণ চেয়ে পরেশ রাওয়ালকে অক্ষয়ের লিগ্যাল নোটিশ May 20, 2025
img
দরকষাকষি করে স্টারলিংক ইন্টারনেটের খরচ কমিয়েছে সরকার: ফয়েজ আহমদ May 20, 2025
img
ক্যারিয়ার ধ্বংসের অভিযোগে বিসিবির কাছে বিচার চাইলেন ক্রিকেটার রুমানা May 20, 2025
img
ওর সঙ্গে কোনো মেয়ে থাকত আমি জানতাম না, নোবেলের স্ত্রী May 20, 2025
img
মধ্যপ্রদেশের মন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে যা জানাল বিজেপি May 20, 2025
img
বিকেল ৪ টায় ইশরাকের মেয়র পদ নিয়ে পরবর্তী শুনানি May 20, 2025
img
পোশাক ছাড়া নিজের শরীর দেখলে ঘৃণা হয় : করণ জোহর May 20, 2025
img
২০২৮ সালে যুক্তরাজ্যে চালু হচ্ছে ‘এয়ার ট্যাক্সি’ May 20, 2025
img
আইপিএলে ব্যাটারকে মাঠ ছাড়তে বলায় এক ম্যাচ নিষিদ্ধ দিগ্বেশ রাঠি May 20, 2025
img
প্রগতি সরণিতে যানজট নিরসনে ‘করিডর’ নির্মাণের উদ্যোগ May 20, 2025
img
বগুড়ায় চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের May 20, 2025
img
ভুয়া পণ্যের প্রচারণা করে গ্রেফতার ভিয়েতনামের বিউটি কুইন May 20, 2025
img
আর্জেন্টাইন তারকা পারেদেস-দিবালাদের কোচ হচ্ছেন ক্লপ! May 20, 2025
img
মুরাদনগরে অবৈধ বালু ব্যবসায় ইউপি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার অভিযোগ May 20, 2025
img
ফারিয়ার জামিনে জায়েদ খানের স্বস্তি প্রকাশ May 20, 2025
img
সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি লাইভ সম্প্রচার করতে রুল May 20, 2025
img
আসিফ নজরুল-ফারুকীর দৃষ্টি আকর্ষণ করেছেন জায়েদ খান May 20, 2025
img
নগর ভবনের সামনে মঞ্চ করে ইশরাক অনুসারীদের গান ও জাদু প্রদর্শনী May 20, 2025
img
‘স্টারলিংকের প্রতিটি ডিভাইসের উপর ট্যাক্স আরোপ করা হবে’ May 20, 2025
img
রাজা-রানির সঙ্গে চেলসি ফ্লাওয়ার শোতে নজর কাড়লেন ডেভিড বেকহ্যাম May 20, 2025