কানের লাল গালিচায় সবুজ রেশমি শাড়িতে মোহময় শর্মিলা, শুভ্রতায় সিমি

প্রথম বার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’। মুক্তির ৫৫ বছর পর বড় পর্দায়, সময়ের গায়ে লাগা ধুলো ঝেড়ে নতুন আলোয় ঝকঝকে হয়ে উঠেছে সে ছবি।

সোমবার (১৯ মে) সন্ধ্যায় ফ্রান্সের কান শহরে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জমজমাট প্রাঙ্গণে হেঁটে এলেন ছবির দুই মুখ্য চরিত্রের অভিনেত্রী— শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল।

লাল গালিচা ঝলমল করে উঠল শর্মিলার সোনালি পাড় সবুজ রেশমি শাড়ির ছটায়, সাদা পোশাকে স্নিগ্ধতা ছড়ালেন সত্যজিতের ‘দুলি’ সিমি। সঙ্গী হলেন সত্যজিৎ অনুরাগী আমেরিকান পরিচালক ওয়েস অ্যান্ডারসন। আন্তর্জাতিক দর্শকের সামনে তৈরি হল এক নতুন ইতিহাস।

পর্দায়ও সাদা শাড়ি আর রূপদস্তার গয়নায় সেজেছিলেন সাঁওতালি মেয়ে। লাল কার্পেটে তার পাশেই ছিলেন আর এক নায়িকা ‘অপর্ণা’, শর্মিলা ঠাকুর। এ দিনের অনুষ্ঠান মঞ্চে ছবিটি উপস্থাপন করবেন ওয়েস অ্যান্ডারসন। সারা বিশ্ব তাকে চেনে সত্যজিৎ অনুরাগী হিসাবে। তার বিখ্যাত ছবি ‘দি দার্জিলিং লিমিটেড’-এ বার বার ধরা পড়েছে সেই অনুপ্রেরণা।

দৃশ্য নির্মাণ থেকে আবহ অ্যান্ডারসন তুলে এনেছেন ‘চারুলতা’, ‘তিনকন্যা’ বা ‘জয়বাবা ফেলুনাথ’কে। ঘটনাচক্রে ‘অরণ্যের দিনরাত্রি’র সঙ্গেও এক আশ্চর্য যোগ রয়েছে অ্যান্ডারসনের। সত্যজিৎ যে বছর সদলবলে পালামৌয়ের জঙ্গলে শুটিং করছেন, সেই ১৯৬৯ সালেই জন্ম আমেরিকান পরিচালকের।

১৯৭০ সালে সুনীল গাঙ্গুলীল উপন্যাস অবলম্বনে ‘অরণ্যের দিনরাত্রি’ মুক্তি পেয়েছিল। যদিও মূল কাহিনিকে কিছুটা নিজের মতো করে তুলেছিলেন সত্যজিৎ। নগরকেন্দ্রিক চার যুবকের মনের ভিতরে ঘাপটি মেরে থাকা সাদা আর কালো চিন্তাপ্রবাহ ১১৫ মিনিট নড়াচড়া করে বেড়িয়েছিল পালামৌয়ের জঙ্গলে। সবুজ নয়, সে জঙ্গল তখন প্রবল গ্রীষ্মে জ্বলন্ত। তবু, স্নিগ্ধ।

সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, রবি ঘোষ আর শমিত ভঞ্জের বিপরীতে সেই স্নিগ্ধতারই তিনটি রূপ যেন তুলে ধরেছিলেন শর্মিলা ঠাকুর, কাবেরী বসু এবং সিমি গারেওয়াল। এই ছবি ২০তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের জন্য গোল্ডেন বিয়ারের পুরস্কারে মনোনীত হয়েছিল।

এ ছবি তৈরি হয়েছিল প্রিয়া ফিল্মসের অসীম দত্ত, নেপাল দত্তের প্রযোজনায়। তাই এ ছবির প্রিন্ট সংরক্ষিত ছিল প্রিয়ার পক্ষে পূর্ণিমা দত্তের কাছেই। ওয়েস অ্যান্ডারসন এবং সন্দীপ রায়ের উদ্যোগে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন, জানুস ফিল্মস, দ্য ক্রাইটেরিয়ন কালেকশনের সহযোগিতায় ল ইম্যাজিন রিট্রোভাটা-তে দ্য ফিল্ম ফাউন্ডেশনের ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্ট-এ ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিটি পুনরুদ্ধার করা হয়েছে। এ ক্ষেত্রে আর্থিক ভার বহন করেছে গোল্ডেন গ্লোব ফাউন্ডেশন।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
প্রেমিককে সঙ্গে নিয়ে কানে হাজির জাহ্নবী! May 20, 2025
img
পাকিস্তান সফরে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ May 20, 2025
img
বিয়ের ১৪ দিনের মাথায় বজ্রপাতে প্রাণ হারালেন যুবক May 20, 2025
img
হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করল ট্রাম্প প্রশাসন May 20, 2025
img
টঙ্গীতে অনির্দিষ্টকালের জন্য একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা May 20, 2025
img
‘হেরা ফেরি ৩’ ছাড়ায় ২৫ কোটি ক্ষতিপূরণ চেয়ে পরেশ রাওয়ালকে অক্ষয়ের লিগ্যাল নোটিশ May 20, 2025
img
দরকষাকষি করে স্টারলিংক ইন্টারনেটের খরচ কমিয়েছে সরকার: ফয়েজ আহমদ May 20, 2025
img
ক্যারিয়ার ধ্বংসের অভিযোগে বিসিবির কাছে বিচার চাইলেন ক্রিকেটার রুমানা May 20, 2025
img
ওর সঙ্গে কোনো মেয়ে থাকত আমি জানতাম না, নোবেলের স্ত্রী May 20, 2025
img
মধ্যপ্রদেশের মন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে যা জানাল বিজেপি May 20, 2025
img
বিকেল ৪ টায় ইশরাকের মেয়র পদ নিয়ে পরবর্তী শুনানি May 20, 2025
img
পোশাক ছাড়া নিজের শরীর দেখলে ঘৃণা হয় : করণ জোহর May 20, 2025
img
২০২৮ সালে যুক্তরাজ্যে চালু হচ্ছে ‘এয়ার ট্যাক্সি’ May 20, 2025
img
আইপিএলে ব্যাটারকে মাঠ ছাড়তে বলায় এক ম্যাচ নিষিদ্ধ দিগ্বেশ রাঠি May 20, 2025
img
প্রগতি সরণিতে যানজট নিরসনে ‘করিডর’ নির্মাণের উদ্যোগ May 20, 2025
img
বগুড়ায় চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের May 20, 2025
img
ভুয়া পণ্যের প্রচারণা করে গ্রেফতার ভিয়েতনামের বিউটি কুইন May 20, 2025
img
আর্জেন্টাইন তারকা পারেদেস-দিবালাদের কোচ হচ্ছেন ক্লপ! May 20, 2025
img
মুরাদনগরে অবৈধ বালু ব্যবসায় ইউপি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার অভিযোগ May 20, 2025
img
ফারিয়ার জামিনে জায়েদ খানের স্বস্তি প্রকাশ May 20, 2025