ক্রিকেটারদের চাওয়াকে গুরুত্ব দিয়ে পরিবর্তিত সূচিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পিসিবিকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে পাঁচ ম্যাচের সিরিজ হলেও শিডিউলে আসতে পারে পরিবর্তন। যেখানে খেলা হতে পারে এক ভেন্যুতে।
কথা ছিলো পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের আগে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। তবে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে ওলট-পালট সব সূচি। তাতে পিএসএল পেছায় ২৫মে পর্যন্ত। পেছায় বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের সূচিও।
পূর্বের শিডিউলে ২১মে ইসলামাবাদ যাওয়ার কথা ছিলো টাইগারদের। তবে পিসিবির নতুন প্রস্তাবিত সূচিতে ২৭মে থেকে শুরু বাংলাদেশ পাকিস্তান সিরিজ। তাবে এক সপ্তাহ আগে পাকিস্তান যেতে অনিহা ক্রিকেটারদের। কথা চলছিলো আমিরাতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ বাড়ানোর অথবা ঢাকা এসে পরবর্তীতে পাকিস্তান যাওয়ার। শেষ পর্যন্ত আমিরাত বোর্ড রাজি হওয়ায় দুই ম্যাচের সিরিজ এখন হবে তিন ম্যাচে।
প্রথম দুই টি-টোয়েন্টির মতো সিরিজের তৃতীয় ম্যাচটাও হবে শারজাহ'য়। সময় বাংলাদেশ সময় রাত ৯টা। আনুষ্ঠানিকভাবে যা নিশ্চিত করেছে আমিরাত বোর্ড।
এদিকে পাকিস্তানের ক্রিকেটাররা যাবে কিনা তা জানতে অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদিন ফাহিম আর বোর্ড সভাপতি ফারুক আহমেদ বিশেষ সভায় বসেছিলেন ক্রিকেটারদের সঙ্গে। সূত্রের খবর, একজন ছাড়া নাকি কেউই পাকিস্তান যেতে আপত্তি জানাননি। তবে তাদেরও একটা শর্ত আছে।
আগামী মাসের শুরুতেই ঈদুল আজহা। ক্রিকেটাররা চাইছেন তার আগে দেশে ফিরতে। পাকিস্তানের দেয়া সংশোধিত সূচিতে ৫ জুন শেষ হওয়ার কথা সিরিজ। কিন্তু ৬ জুন সকালে ইসলামাবাদ থেকে ঢাকায় কোনো ফ্ল্যাইট নেই। তাইতো বোর্ডের কাছে তাদের দাবি, বিশেষ বিমান অথবা ৫ ম্যাচের সিরিজ হলে শিডিউলে পরিবর্তন।
বিসিবিও নাকি আমলে নিয়েছে ক্রিকেটারদের চাওয়া। তাইতো পিসিবিকে তারা প্রস্তাব দিয়েছে ৫ ম্যাচের পরিবর্তে তিন ম্যাচের সিরিজ খেলার। গুঞ্জন আছে, একটি ভেন্যুতেই হতে পারে ম্যাচগুলো। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি বিসিবির কোনো পরিচালক।
এসএন