বিকেল ৪ টায় ইশরাকের মেয়র পদ নিয়ে পরবর্তী শুনানি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট স্থগিত চেয়ে রিটের ওপর পরবর্তী শুনানির জন্য বিকেল ৪টা ১০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ সময় নির্ধারণ করেন।

এর আগে দুপুর ১টায় শুনানি শুরু হয়। চলে প্রায় ২টা পর্যন্ত। এরপর আদালত পরবর্তী শুনানির জন্য বিকেল ৪টা ১০ মিনিট নির্ধারণ করেন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও খান জিয়াউর রহমান।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। তাতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের ফলের গেজেট প্রকাশ করে। এরপর শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস।

সেই নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র পদে তাপস পেয়েছিলেন সোয়া চার লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক পান দুই লাখ ৩৬ হাজার ভোট। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।

ছাত্র আন্দোলনের পর গত বছরের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া।

এর মধ্যে গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

আদালত ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। এ রায় পাওয়ার পর ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এদিকে গেজেট প্রকাশের দিন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ দেন রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে দুই ব্যক্তি। নোটিশে গেজেট প্রকাশ এবং ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়।

তখন ওই দুই ব্যক্তির আইনজীবী বলেন, যথাযথ প্রক্রিয়া না মেনে দ্রুত রায়টি দেওয়া হয়েছে। আমরা মনে করেছিলাম, ইসি এই আদেশকে চ্যালঞ্জ করবে। চ্যালেঞ্জ করল না। আবার খবরে দেখলাম, আইন উপদেষ্টা বলছিলেন, আইন মন্ত্রণালয়ের যে মতামত চাওয়া হয়েছিল, সেজন্য অপেক্ষা না করে এই নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল এমন কোনো আদেশ দিতে পারেন না যে আদেশের কোনো কার্যকারিতা নাই। এখানে টার্ম শেষ হয়ে গেছে। অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদ শূন্য করে দেওয়া হয়েছে।

পরে মামুনুর রশিদ হাইকোর্টে রিট করেন। রিটে ২৭ মার্চের রায় এবং ২৭ এপ্রিলের গেজেট কেন বেআইনি হবে না এবং ইশরাক হোসেনের শপথ পরিচালনা থেকে বিরত রাখার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় রায় ও গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন ব্লকেড কর্মসূচিতে নেমেছেন তার সমর্থকরা। গত কয়েকদিন ধরে এ নিয়ে তারা কর্মসূচি পালন করে আসছেন।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
টানা চতুর্থবারের মতো অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবলে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ May 20, 2025
img
ভারতে পণ্য প্রবেশে নিষেধাজ্ঞার সমাধান চায় বাংলাদেশ : বাণিজ্যসচিব May 20, 2025
img
ওএমএসের ১৭ বস্তা চালসহ আ.লীগ নেতা আটক May 20, 2025
img
‘১৭ বছর খাইনি, এখন খাব’, ফাঁস হলো দুই বিএনপি নেতার ফোনালাপ May 20, 2025
img
অবশেষে কলকাতা সফর শেষে ঢাকায় ফিরল ফুটবল দল May 20, 2025
img
এজলাসের ভিডিও ভাইরাল : বিচারককে আইনের আওতায় আনার দাবি May 20, 2025
img
ভারতের আলোচিত ইউটিউবার, জ্যোতিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য May 20, 2025
img
হেরা ফেরিতে পরেশ কাজ করবেন না, আমি শকড : সুনীল শেঠি May 20, 2025
img
নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা May 20, 2025
img
ক্যানসার শনাক্তের পর সামাজিক মাধ্যমে যা লিখলেন বাইডেন May 20, 2025
উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দিলো সরকার May 20, 2025
img
পুলিশের চাকরি ছেড়েছেন পাঁচ এএসপি May 20, 2025
img
প্রেগন্যান্ট শুনেই তালাক দিয়ে দেন তালহা : হ্যাপি May 20, 2025
‘বাবু ভাইয়ার বিরুদ্ধে ২৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি অক্ষয় কুমারের May 20, 2025
img
চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের না দিতে হাইকোর্টে রিট May 20, 2025
img
হান্নান মাসুদের জিম্মায় ছেড়ে দেওয়া হলো ৩ সমন্বয়ককে May 20, 2025
img
বৃষ্টি নিয়ে আইপিএলে নতুন নিয়ম May 20, 2025
img
পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে গিয়ে বিপাকে মিরাজ May 20, 2025
কারামুক্ত হয়ে যে বার্তা দিলেন নুসরাত ফারিয়া May 20, 2025
ইশরাকের শপথ নিয়ে আমাকে দোষারোপ করবেন না: আসিফ মাহমুদ May 20, 2025