বাসে যাত্রীবেশী প্রতারকের দেওয়া পানি পান করে প্রাণ গেল সাবেক বিমানবাহিনীর অফিসারের

বাসের পাশের সিটে বসা যাত্রীবেশী প্রতারকের দেওয়া পানি পান করে আবুল কালাম নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

মৃত আবুল কালাম (৬০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের রহিম বিশ্বাসের ছেলে। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। পরিবারের সদস্যদের নিয়ে যশোরে বসবাস করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা বলেন, আবুল কালাম পরিবারের সদস্যদের নিয়ে যশোর শহরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। সোমবার সকালের দিকে রূপসা গড়াই বাসে করে যশোর থেকে কুষ্টিয়া আসছিলেন। এসময় বাসের মধ্যে একজন প্রতারক যাত্রী সেজে আবুল কালামের পাশের সিটে বসেন। কথাবার্তার একপর্যায়ে আবুল কালামকে পানি পান করতে দেন। সেই পানি পান করে অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি বুঝতে পেরে আবুল কালাম তার পরিবার ও বাসের স্টাফদের বিষয়টি জানায়। এর আগে প্রতারক বাস থেকে পালিয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় বাস থেকে উদ্ধার করে আবুল কালাম আজাদকে সোমবার দুপুরের দিকে কুষ্টিয়া জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলের দিকে তার মৃত্যু হয়।

আবুল কালাম আজাদের পরিবারের সদস্যরা বলেন, যাত্রী সেজে আবুল কালামের পাসের সিটে বসে এক প্রতারক। পরে সে পানি দেয়। প্রতারক চক্রের বা অজ্ঞান পার্টির সদস্যের দেওয়া পানি খেয়ে অজ্ঞান হয়ে যায় আবুল কালাম। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এজন্য অপরিচিত মানুষের দেওয়া খাবার খেতে হয় না। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দীন বলেন, প্রতারকের দেওয়া পানি পান করে অজ্ঞান হয়েছিল আবুল কালাম। তাকে চেতনানাশক কেমিক্যাল খাওয়ানো হয়েছিল। সোমবার গুরুতর অসুস্থ ও অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, অজ্ঞান পার্টি বা প্রতারক চক্রের সদস্য যাত্রী সেজে ঝিনাইদহ বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে। এসময় আবুল কালামের পাশের সিটে বসে এবং তাকে পানি খেতে দেয়।

এতে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। প্রতারক শৈলকূপা বাসস্ট্যান্ডে নেমে যায়। অসুস্থ হয়ে সোমবার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘কৃষির জন্য নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা’ May 21, 2025
img
অবশেষে আন্দোলনকারীদের সাথে মাঠে নামলেন ইশরাক May 21, 2025
img
স্বর্ণ ব্যবসায়ীদের জন্য নতুন নির্দেশনা দিল বিএসটিআই May 21, 2025
img
বন্দুকযুদ্ধে ভারতীয় জওয়ানসহ নিহত বেড়ে ২৮ May 21, 2025
img
ঈদের আগে বিএনপিপন্থী সব ভিসি-প্রক্টরকে পদত্যাগ করতে হবে: আবু বাকের May 21, 2025
img
কাতারে ঈদুল আজহার ছুটি পাঁচদিন, সম্ভাব্য তারিখ ৬ জুন May 21, 2025
img
মিয়ানমার ইস্যুতে বিশেষ বৈঠকে বসছে আসিয়ান May 21, 2025
img
‘কালা চশমা’র শুটিংয়ে ৫ ঘণ্টা অপেক্ষা! ক্যাটরিনার জন্য বসে ছিলেন গোটা টিম May 21, 2025
img
রাতেই ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস May 21, 2025
img
ঘুমের মধ্যেই নিভে গেল জর্জ ওয়েন্ডেটের জীবনের আলো May 21, 2025
img
ইংলিশ চ্যানেল পার হতে গিয়ে মা-শিশুর প্রাণহানি May 21, 2025
img
প্রথমবার অনলাইন টিকিটিংয়ে বাফুফে, অভিষেকেই সমন্বয়ের চ্যালেঞ্জ May 21, 2025
img
'মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো অনিয়ম থাকবে না' May 21, 2025
img
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই জন নিহত May 21, 2025
img
ভারতের বিধিনিষেধ আমাদের জন্য আত্মনির্ভরশীলতার সুযোগ: উপদেষ্টা আসিফ May 21, 2025
img
নারী সংস্থার কমিশনের মেয়াদ বাড়ল May 21, 2025
img
আঞ্চলিক অফিসসহ ঢাকা দক্ষিণ সিটির সব নাগরিক সেবা বন্ধ May 21, 2025
img
'দু’একদিনের মধ্যে দায়িত্ব ছাড়বেন জসীম উদ্দিন' May 21, 2025
img
আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি দেবে ঢাকা, তবে এখনও চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা May 21, 2025
img
ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপির কমিটি বাদ: ইসি May 21, 2025