টিকটক ভিডিও বানাতে ফটোগ্রাফারকে খুনের ঘটনায় গ্রেফতার ১০ জন

রাজধানীর হাজারীবাগের জাফরাবাদ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে গত শুক্রবার ফটোগ্রাফার নূরুল ইসলামকে খুন করে ডিএসএলআর ক্যামেরা ছিনতাই করে একদল দুর্বৃত্ত। ঘটনার চার দিন পর জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২০ মে) ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় ছিনতাই করা দুটি ডিএসএলআর ক্যামেরা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি, একটি রামদা ও একটি বড় ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন—মো. নাঈম আহম্মেদ (২০), মো. শাহীন আকন্দ ওরফে শাহিনুল (২০), মো. শাহীন চৌকিদার (২২), মো. রহিম সরকার (১৯), মো. নয়ন আহম্মেদ (১৯), রিদয় মাদবর (১৮), মো. আব্দুর রাজ্জাক ওরফে রাজা (১৯), মো. আনোয়ার হোসেন (১৯), মো. শহিদুল ইসলাম (২০) ও মো. আরমান (১৮)।

‎পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা টিকটকে বিভিন্ন ছবি ও ভিডিও তৈরি করে পোস্ট করত। উন্নতমানের ও আকর্ষণীয় ছবি ও ভিডিও করার জন্য ডিএসএলআর ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করে তারা। ঘটনার এক সপ্তাহ আগে রায়েরবাজার বুদ্ধিজীবী খেলার মাঠে নাঈম আহম্মেদের নেতৃত্বে ক্যামেরা ছিনতাইয়ের পরিকল্পনা করে তারা। ইভেন্ট ম্যানেজমেন্টের নাম করে ফটোগ্রাফারদের কাছ থেকে ক্যামেরা ছিনতাইয়ের সিদ্ধান্ত নেয়। ঘটনার দিন ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলে জাফরাবাদে নিয়ে গিয়ে নুরুল ইসলামের কাছ থেকে ডিএসএলআর ক্যামেরা ও ব্যাগ ছিনতাইয়ের করার সময় বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে।

‎বুধবার বেলা ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম। ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘নুরুল ইসলাম (২৬) একটি ফেসবুক পেজ পরিচালনা করে বিভিন্ন ইভেন্টে ফটোগ্রাফির কাজ করতেন। গত ১৫ মে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে তার মোবাইলে কল আসে। ওই ব্যক্তি একটি বিয়ের ইভেন্টে ছবি তোলার জন্য তাকে বুকিং দিয়ে ৫০০ টাকা বিকাশের মাধ্যমে অগ্রিম পাঠায়। পরের দিন সন্ধ্যায় তাকে একই নম্বর থেকে ফোন করে শংকর চৌরাস্তায় অপেক্ষা করার কথা জানানো হয়।’

মাসুদ আলম আরও বলেন, ‘নূরুল ইসলাম তার সহযোগী মো. ইমন ওরফে নুরে আলমসহ মতিঝিলের এজিবি কলোনির বাসা থেকে বের হয়ে সেই অজ্ঞাত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে। সন্ধ্যায় এক ব্যক্তি শংকর বাসস্ট্যান্ডে তাদের সঙ্গে দেখা করে। তারা ওই ব্যক্তির কথামতো একটি অটোরিকশাযোগে জাফরাবাদ পুলপার ব্লুমিং চাইল্ড স্কুলের কাছে বিয়ের অনুষ্ঠানের উদ্দেশে রওনা করে। রাত ৮টার দিকে জাফরাবাদ পুলপার ঋষিপাড়া এলাকায় পৌঁছামাত্র অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাদের রিকশার গতিরোধ করে।’

তিনি বলেন, ‘এরপর ঘটনার আকস্মিকতায় ইমন রিকশা থেকে লাফিয়ে পালিয়ে যায় কিন্তু দুষ্কৃতকারীরা নুরুল ইসলামকে ধরে ফেলে। তারা ধারালো চাপাতি দিয়ে নুরুল ইসলামের মাথা, ঘাড়, বাহু ও হাতের আঙুলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তার কাছে থাকা দুটি ডিএসএলআর ক্যামেরাসহ ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় নূরুল ইসলামের বড় ভাই মো. ওসমান গনি বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।’

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আগামী অর্থবছরে রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যের কথা জানালেন গভর্নর May 21, 2025
img
ব্যারিস্টার সুমনের জামিন বিষয়ে হাইকোর্টের রুল May 21, 2025
img
করোনা-গণঅভ্যুত্থানে স্বাস্থ্যের দুর্বলতা ফুটে উঠেছে: তাসনিম জারা May 21, 2025
img
সৌম্যকে একাদশে না রাখার কারণ জানাল বিসিবি May 21, 2025
img
জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল: অলি আহমদ May 21, 2025
img
অ্যাটর্নি জেনারেল-পিপি-বিচারপতি বিএনপির হাতে, এটা ওপেন সিক্রেট: হান্নান মাসউদ May 21, 2025
img
পাকিস্তানি হাইকমিশনের কর্মকর্তাকে বহিষ্কার করল ভারত May 21, 2025
img
‘আমার দেহ, আমার সিদ্ধান্ত’ একটি উগ্র বিকৃত চিন্তা: ফরহাদ মজহার May 21, 2025
img
কান-এ ‘কুনজর’এড়াতে কী করেছিলেন জাহ্নবী কাপুর ? May 21, 2025
img
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম May 21, 2025
সেরা ক্রিকেটার হয়েও দলে নেই মিরাজ; যে ব্যাখ্যা দিলেন নাজমুল আবেদিন ফাহিম May 21, 2025
পাকিস্তান সিরিজ খেলবেন না নাহিদ রানা! May 21, 2025
লাহোরকে ফাইনালের স্বপ্ন দেখাচ্ছেন সাকিব মিরাজ! May 21, 2025
"পেলে -ম্যারাডোনা নয় ,ইতিহাসে শীর্ষে মেসি!" May 21, 2025
img
ভূমিকম্প মোকাবিলায় আমাদের প্রস্তুতি ও সক্ষমতা তুলনামূলক দুর্বল: দুর্যোগ উপদেষ্টা May 21, 2025
img
রাজশাহীতে ফারাক্কা লং মার্চের ডাক দিয়েছে বাসদ May 21, 2025
img
ছেলের পাশে কুমার বিশ্বজিৎ, দেখতে গেলেন কিংবদন্তি সাবিনা ইয়াসমিন May 21, 2025
img
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা May 21, 2025
img
সাঁতারে রেকর্ড গড়ে সোনা জিতলেন মাইশা May 21, 2025
img
সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা May 21, 2025