ঠাকুরগাঁওয়ে রাতে টিসিবির পণ্য বাড়িতে নেওয়ার চেষ্টা, আটকালেন এলাকাবাসী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে টিসিবির পণ্য রাতের বেলায় গোপনে বাড়িতে নেওয়ার চেষ্টায় বাধা দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে ভানোর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে আধা কিলোমিটার দূরে সড়কে স্থানীয়রা ওই পণ্যবাহী গাড়ি থামিয়ে দেন। এ সময় একজনকে আটক করে, পণ্যগুলো আবার ইউনিয়ন পরিষদ চত্বরে ফিরিয়ে আনা হয়।

উল্লেখ্য, ওই ইউনিয়নে টিসিবির স্মার্ট কার্ডধারী ৭৫৫ জন উপকারভোগী রয়েছেন।

তবে সরকারের বরাদ্দকৃত টিসিবির পণ্য আটকের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হলেও তথ্য পেয়ে ঘটনাস্থলে যায়নি উপজেলা প্রশাসন।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (১৫ মে) কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করেন মাহিম ট্রেডার্স প্রতিষ্ঠানের টিসিবি ডিলার আব্দুল আওয়ালসহ তার লোকজন। প্রতিটি প্যাকেজে দেওয়া হয় চাল, ডাল, তেলসহ নির্ধারিত পণ্য। কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করার পরেও বেশকিছু প্যাকেজ থেকে যায়।

এ সময়ে উপস্থিত কার্ডবিহীন লোকজন টিসিবি পণ্য ক্রয় করতে চাইলে দেয়নি ডিলার। ডিলার কার্ডের বাইরে কোনো পণ্য দেওয়া হবে না জানিয়ে প্যাকেজগুলো ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রেখে দেন। পরে বুধবার রাতে টিসিবি পণ্যগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় পথে স্থানীয়রা তাকে আটকে ফেলেন।

স্থানীয়রা অভিযোগে বলেন, যেসব মালামাল বিতরণ হয়নি। সেই পণ্যগুলো আজ রাতে ইউনিয়ন পরিষদ থেকে বের করে নিয়ে যাচ্ছিল মাহিম ট্রেডার্সের টিসিবি ডিলার আব্দুল আওয়ালের লোক রাজু। পরে এলাকাবাসী আটক করে প্রশাসনকে খবর দেয়। ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চৌকিদারের কাছে চাবি নিয়ে ডিলারের সঙ্গে যোগসাজশ করেই রুম থেকে রাজু টিসিবির মালামালগুলো নিয়ে যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে।

এ বিষয়ে ভানোর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলী জানান, টিসিবির পণ্য সামগ্রী ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়েছিল। কিন্তু নিয়ে যাওয়ার বিষয়ে তিনি অবগত নন। স্থানীয়রা আটকে দিয়েছে। তিনি ইউএনওকে অবগত করেছেন। কাউকে না অবগত করে ইউপি কার্যালয় থেকে টিসিবির পণ্য নিয়ে যাওয়ায় তিনিও ক্ষুব্ধ।

আর বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, ইউপি চেয়ারম্যানকে উদ্ধার হওয়া মালামালগুলো ইউপি কার্যালয়ে রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএ/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সামান্থার সাফল্যের অনুষ্ঠানে অতিথি প্রাক্তন শাশুড়ি, প্রসংশায় পঞ্চমুখ May 22, 2025
পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে ভারত May 22, 2025
অপারেশন সিঁ'দু'রের পর পোস্টার যুদ্ধে কংগ্রেস-বিজেপি May 22, 2025
img
হাজারো ‘বাংলাদেশি’ কে ফেরত পাঠাতে চায় ভারত May 22, 2025
img
অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান May 22, 2025
img
জনসমক্ষে ‘অপমানিত’ জাহ্নবী! জবাব দিলেন পরিচালক নীরাজ May 22, 2025
img
পর্তুগালের বিপক্ষে সেমির দল ঘোষণা জার্মানির May 22, 2025
img
ব্যাংকে ব্যাংকে পুলিশ পাঠিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণ আর নয় : গভর্নর May 22, 2025
img
ডাচ সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ট্রাম্পের মধ্যস্থতার যুদ্ধবিরতির দাবি উড়িয়ে দিলেন এস জয়শঙ্কর May 22, 2025
img
দিল্লির বিদায়ের জন্য মুকেশকে দায়ী করলেন বাদানি May 22, 2025
img
প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না : শিবির সভাপতি May 22, 2025
img
আসিফ-মাহফুজকে নিয়ে যে মন্তব্য করলেন নুর May 22, 2025
img
চীনে ভূমিধসে প্রাণ গেল অন্তত ৪ জনের, আটকা ১৭ May 22, 2025
img
আঙুল না থাকা নাদিমের সাঁতারে বাজিমাত May 22, 2025
img
“আমার সন্তানের ধর্ম হবে মনুষ্যত্ব”: দেবলীনা May 22, 2025
img
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেয়েছেন রুহুল আলম May 22, 2025
img
টাট ট্রোজিয়েন থেকে সোকা—জাহ্নবীর পাতে ফ্রান্সের পাঁচ লোভনীয় খাবার May 22, 2025
img
প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির May 22, 2025
img
রাজুতে নতুন কর্মসূচির ঘোষণা করল 'জুলাই ঐক্য' May 22, 2025
img
আরেকটা এক-এগারো চাই না, আর চুপ থাকব না : রিফাত রশিদ May 22, 2025