ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ভারতের পুশইন, ৪ জন আটক
মোজো ডেস্ক 11:35AM, May 22, 2025
ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইনের চেষ্টার সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার (২২ মে) ভোরে এ ঘটনা ঘটে।
এক প্রেস রিলিজের মাধ্যমে প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছে বিজিবি। দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
আটকদের মধ্যে দুজন মহিলা এবং দুজন পুরুষ রয়েছেন।
৪২ বিজিবি সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরুচুনা সীমান্তে দুজন নারীকে বাংলাদেশে পুশইনের সময় আটক করে বিজিবি। একই রাতে দিনাজপুর জেলার বিরল উপজেলার রামচন্দ্রপুর সীমান্তে আরো দুজন পুরুষকে পুশইন চেষ্টার সময় বিজিবি সদস্যরা আটক করেন। আটকদের পরিচয় এবং বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি জানায়, আটকদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।