রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় রাজধানী মস্কোতে বিমান চলাচল ব্যাহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগের রাত মস্কোর দিকে ছুটে আসা ৩৫টি ড্রোনসহ মোট ১০৫টি ইউক্রেনীয় ড্রোনকে ধ্বংস বা বাধাগ্রস্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ১০৫টি ইউক্রেনীয় ড্রোনকে ধ্বংস ও থামিয়ে দিয়েছে, যার মধ্যে ৩৫টি মস্কোর দিকে ছুটে আসছিল।’
এ ছাড়া মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, ‘ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেখানে জরুরি সেবার বিশেষজ্ঞরা কাজ করছেন।’
অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া বৃহস্পতিবার রাতভর ইউক্রেনের দিকে ১২৮টি ড্রোন ছুড়েছে, যার মধ্যে ১১২টি ড্রোন গুলি করে ভূপাতিত, বৈদ্যুতিকভাবে নিস্ক্রিয় বা পথ হারিয়ে ফেলেছে।
রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে দুই দেশ প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে হামলায় ড্রোন ব্যবহার করছে, তবে মস্কো এত দিন খুব কমই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এদিকে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া বৃহস্পতিবার জানায়, মস্কোর একাধিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।
টেলিগ্রামে তারা বলে, মস্কোর প্রধান শেরেমেতিয়েভো বিমানবন্দর ছাড়াও ভনুকোভো, দোমোদেদোভো ও ঝুকোভস্কি বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর নিঃশর্ত ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান বারবার প্রত্যাখ্যান করেছেন। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপও।
এই যুদ্ধে এখন পর্যন্ত লাখো মানুষ প্রাণ হারিয়েছে, লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বহু শহর ও গ্রাম ধ্বংস হয়ে গেছে।
আরএম/এসএন