লাহোরের ম্যাচ ও বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে যা বললেন সাকিব

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স এক করে দিয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনকে। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে, ফলে মিরাজ-রিশাদরা তাকে সঙ্গী হিসেবে পাচ্ছেন এই ফ্র‌্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে। যদিও তাদের আজকের ম্যাচটি বাঁচা-মরার লড়াই, টিকে থাকতে হলে লাহোরের জয়ের বিকল্প নেই।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ৯টায় ঘরের মাঠে সাকিব-মিরাজদের লাহোর এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে করাচি কিংসের। ম্যাচে হারলেই পিএসএল থেকে বিদায়, আর জিতলে ফাইনালের টিকিট পেতে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এমন ‘ডু অর ডাই’ ম্যাচের আগে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজের’ সঙ্গে কথা বলেছেন সাকিব আল হাসান। মন্তব্য করেছেন আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়েও।

করাচির বিপক্ষে আজ লাহোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জানিয়ে সাবেক এই বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি আগেও পিএসএলে খেলেছি, এখানে খেলার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। যখনই পিএসএল খেলতে এসেছি, অভিজ্ঞতা ইতিবাচকই ছিল। গত ১০ বছরে এই টুর্নামেন্ট অনেক উন্নত হয়েছে। প্লে-অফে উত্তীর্ণ হওয়ার জন্য জয় অনেক গুরুত্বপূর্ণ। করাচির বিপক্ষে তাই ম্যাচটির অনেক তাৎপর্য রয়েছে, আমাদের জিততেই হবে এবং ভিন্ন কোনো লক্ষ্য নেই। করাচি ভালো দল, তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে।’

লাহোরের ড্রেসিংরুমে নিজের স্বদেশি সতীর্থদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে একসময়ের প্রতিদ্বন্দ্বীদেরও পেয়েছেন সাকিব। যা নিয়ে ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডারের প্রতিক্রিয়া– ‘লাহোর কালান্দার্স অসাধারণ একটি দল। এর আগে আমি শাহিন আফ্রিদি ও হারিস রউফদের বিপক্ষে খেলেছি, আর এখন ড্রেসিংরুম ভাগাভাগি করছি তাদের সঙ্গে। পরস্পরকে জানার জন্য এটি বেশ ভালো সুযোগ।’

সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ বললেই চলে। রাজনৈতিক কারণে বাংলাদেশ জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি তাকে সাম্প্রতিক সময়ে বোলিং অ্যাকশনের কারণেও ভুগতে হয়েছে। ফলে মাঝে বেশ কিছু সময় থাকতে হয়েছে মাঠের বাইরে। বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেটে ফেরা নিয়ে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার জানান, ‘যখন লম্বা সময় পর ক্রিকেটে ফিরবেন এই অনুভূতিটা খুবই রোমাঞ্চকর। একইসঙ্গে দেখতে হবে আপনার শরীর কী আচরণ করছে। দীর্ঘ সময় পর খেলায় ফেরা ভিন্ন অভিজ্ঞতার, আসন্ন ম্যাচগুলো আশা করি আমার জন্য ভালো কাটবে।’

আগামী ২৫ এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে পিএসএলের চলমান আসর। এরপর ২৮ মে থেকে পাকিস্তানের মাটিতে তাদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজে তরুণ ক্রিকেটাররা ভালো করতে মরিয়া বলে ভাষ্য সাকিবের, ‘পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ভালো একটি সিরিজ হবে। উভয় দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছে এবং আশা করি তারা এখানে সেরা পারফরম্যান্স করতে প্রবল আগ্রহী।’

আরআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
সামান্থার সাফল্যের অনুষ্ঠানে অতিথি প্রাক্তন শাশুড়ি, প্রসংশায় পঞ্চমুখ May 22, 2025
পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে ভারত May 22, 2025
অপারেশন সিঁ'দু'রের পর পোস্টার যুদ্ধে কংগ্রেস-বিজেপি May 22, 2025
img
হাজারো ‘বাংলাদেশি’ কে ফেরত পাঠাতে চায় ভারত May 22, 2025
img
অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান May 22, 2025
img
জনসমক্ষে ‘অপমানিত’ জাহ্নবী! জবাব দিলেন পরিচালক নীরাজ May 22, 2025
img
পর্তুগালের বিপক্ষে সেমির দল ঘোষণা জার্মানির May 22, 2025
img
ব্যাংকে ব্যাংকে পুলিশ পাঠিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণ আর নয় : গভর্নর May 22, 2025
img
ডাচ সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ট্রাম্পের মধ্যস্থতার যুদ্ধবিরতির দাবি উড়িয়ে দিলেন এস জয়শঙ্কর May 22, 2025
img
দিল্লির বিদায়ের জন্য মুকেশকে দায়ী করলেন বাদানি May 22, 2025
img
প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না : শিবির সভাপতি May 22, 2025
img
আসিফ-মাহফুজকে নিয়ে যে মন্তব্য করলেন নুর May 22, 2025
img
চীনে ভূমিধসে প্রাণ গেল অন্তত ৪ জনের, আটকা ১৭ May 22, 2025
img
আঙুল না থাকা নাদিমের সাঁতারে বাজিমাত May 22, 2025
img
“আমার সন্তানের ধর্ম হবে মনুষ্যত্ব”: দেবলীনা May 22, 2025
img
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেয়েছেন রুহুল আলম May 22, 2025
img
টাট ট্রোজিয়েন থেকে সোকা—জাহ্নবীর পাতে ফ্রান্সের পাঁচ লোভনীয় খাবার May 22, 2025
img
প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির May 22, 2025
img
রাজুতে নতুন কর্মসূচির ঘোষণা করল 'জুলাই ঐক্য' May 22, 2025
img
আরেকটা এক-এগারো চাই না, আর চুপ থাকব না : রিফাত রশিদ May 22, 2025