বলিউডে আসছে নতুন হরর-কমেডি ধামাকা ‘ভূত বাংলো’। অক্ষয় কুমার ও ওয়ামিকা গাব্বিকে নিয়ে নির্মিত এই বহু প্রতীক্ষিত ছবি অবশেষে শেষ করল শ্যুটিং। মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ২ এপ্রিল।
পরিচালনায় রয়েছেন প্রিয়দর্শন, আর প্রযোজনায় একতা কাপুর, শোভা কাপুর ও অক্ষয় কুমার নিজেই। ছবির গল্প ও চিত্রনাট্যে আছেন আকাশ এ কৌশিক, রোহন শঙ্কর ও আবিলাশ নায়ার। থ্রিল, হাস্যরস ও ভূতের গল্পের এক নতুন মিশ্রণে ‘ভূত বাংলো’ ইতিমধ্যেই আলোচনায়।
সম্প্রতি ছবির একটি রোম্যান্টিক গানের বিহাইন্ড দ্য সিন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অক্ষয়। সেখানে দেখা যায়, সবুজ শাড়িতে ওয়ামিকা গাব্বি এবং সবুজ শার্ট-ধূসর ট্রাউজারে অক্ষয় কুমার একেবারেই নতুন লুকে। ক্যাপশনে অক্ষয় লেখেন, “পাগলামি, জাদু আর স্মৃতির জন্য ধন্যবাদ। #ভূতবাংলো শ্যুটিং শেষ!” জবাবে ওয়ামিকা জানান, “ভীষণ মজার অভিজ্ঞতা হয়েছে। আর তর সইছে না, দর্শক কবে দেখবেন!”
ছবিতে আরও অভিনয় করছেন তবু, পরেশ রাওয়াল, শারমান জোশি, মিথিলা পালকার ও জাভেদ জাফরি—সবাই মিলে তৈরি করছেন এক দুর্দান্ত কমেডি টিম।
এটি অক্ষয়-প্রিয়দর্শনের সপ্তম একসঙ্গে কাজ, এবং একতা কাপুরের সঙ্গে অক্ষয়ের দ্বিতীয় প্রযোজনা। ওয়ামিকার সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন অক্ষয়।
একতা কাপুর মজা করে বলেন, “সত্যিই গর্বের, তবে পরেরবার প্র্যাঙ্ক করার আগে একটু সাবধান করলেই ভালো হত!”
সবমিলিয়ে ‘ভূত বাংলো’ হতে চলেছে এমন এক সিনেমা, যা হরর আর হাসির মিশেলে গরমের ছুটিতে দর্শকদের উপহার দেবে জমাটি বিনোদন।
এফপি/টিএ